October Salary: পুজোর মাসে কবে ঢুকবে স্যালারির টাকা? বিভ্রান্ত না হয়ে দেখুন
পুজোর মাস অক্টোবর এর বেতন কি পুজোর আগে ঢুকবে? কিছু দপ্তরের বিল পাস হয়ে গেছে।

October Salary: পুজোর মাস অক্টোবর। এই মাস যেমন সকলের কাছে খুশির আবার খরচও হয় এই মাসে অনেক। পুজোর মাসে যদিও অনেক সরকারি কর্মচারী বোনাসের টাকা পেয়েছেন। কিন্তু অনেকেই বোনাস পাননি। অনেক কর্মচারী উৎসুক হয়ে আছেন এটা জানার জন্য যে, এই মাসের স্যালারি কি পুজোর ছুটি পড়ার আগেই একাউন্টে ঢুকে যাবে? এখানে দেখুন সঠিক খবর।
পুজোর আগে বেশ কয়েকটি দপ্তরের গাইডলাইন অনুযায়ী স্যালারি বিল পাস হয়ে গেছে। ব্যতিক্রমী কয়েকটি দপ্তর ছাড়া বাকি সমস্ত দপ্তরের কর্মীরা পুজোর আগে এই মাসের স্যালারি পাবেন না।
পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর পুজোর আগে স্যালারি পেমেন্ট সংক্রান্ত এই রকম কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। তাই এটা ধরে নেওয়া যায়, নির্ধারিত দিনেই অর্থাৎ মাসের শেষ কাজের দিন অক্টোবর মাসের স্যালারি ঢুকবে।
ইতিমধ্যে বেশ কিছু অফিসের বেতন বিল ট্রেজারি অফিসে জমা পড়েছে। এবং সেই বিল এর পেমেন্ট ডেট ৩০ অক্টোবর করা হয়েছে। ট্রেজারি থেকে ওই দিন বেতন দেওয়া হবে বলে মেসেজ দেওয়া হয়েছে কর্মচারীর রেজিষ্টার করা মোবাইল নম্বরে।
তাই বলা যায় এই বছর পুজোর আগে নয়, পুজোর পরেই অক্টোবর মাসের স্যালারি পাবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা। তবে অনেক রাজ্য সরকারি কর্মচারী আশা করেছিলেন যে, পুজোর মাসে হয়তো পুজোর আগেই বেতন পেয়ে যাবেন। তবে এটা আশা করা মোটেই অমূলক নয়। পূর্বে পুজোর আগে স্যালারি পেমেন্ট করার জন্য পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এমন নিদর্শন রয়েছে।