DA Hike: পুজোর মাঝেই রাজ্য সরকার ৪ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করল, দেখুন বিজ্ঞপ্তি
কেন্দ্র সরকার কয়েকদিন আগেই ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে। এবার তার সাথে সামঞ্জস্য রেখে এই রাজ্য সরকার ৪ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি করল।

DA Hike: কেন্দ্র সরকার দিন কয়েক আগেই কেন্দ্রীয় কর্মচারীদের জন্য AICPI সূচক মেনে ৪ শতাংশ মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধি ঘোষণা করেছে। এবার তার সাথে সামঞ্জস্য রাখতে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশা সরকার তার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরো ৪ শতাংশ মহার্ঘ ভাতা (DA) ঘোষণা করল। এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে ওড়িশা সরকারের অর্থ দপ্তর।
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক গত শুক্রবার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৪% ডিএ বৃদ্ধি (4% DA hike) এবং পেনশনারদের জন্য ৪% ডিআর বৃদ্ধির ঘোষণা করেছেন। সেই ঘোষণা মত ওড়িশা রাজ্য সরকারের অর্থ দপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এর আগে ওড়িশা রাজ্য সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। এই ঘোষণা অনুযায়ী এবার এই রাজ্য সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন। এই নতুন মহার্ঘ ভাতার হার কার্যকর হবে ১ জুলাই ২০২৩ থেকে। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্র সরকারি কর্মচারীদের মতোই তিন মাসের এর পাবেন। স্বাভাবিকভাবেই উৎসবের মাঝে ভীষণ খুশি ওড়িশা সরকারের রাজ্য সরকারি কর্মচারীরা।
এদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার পরিমাণ দেশের মধ্যে সবচেয়ে নিম্ন। কর্মচারীরা আন্দোলন অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন উৎসবের মাঝেও। কিন্তু তাদের দাবিতে কর্ণপাত করছেন না পশ্চিমবঙ্গ রাজ্য। একদিকে অবস্থান বিক্ষোভ অন্যদিকে সুপ্রিম কোর্টের বিচারাধীন অবস্থায় ঝুলে রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়টি।
