Aadhaar update: সবাই যা চাইছিলেন তাই হল, আধারের এই কাজের সময়সীমা বাড়ানো হয়েছে, বিনামূল্যে শেষ সুযোগ
অনেকেই চাইছিলেন আধার আপডেটের সময়সীমা বাড়ানো হোক। সেই আবেদন সত্যি হল। ৩ মাস বাড়ানো হল সময়সীমা।
Aadhaar Update: বিনামূল্যে আধার এর ডেমোগ্রাফিক তথ্য আপডেট করার শেষ দিন আবার বাড়ানো হল। এর ফলে উপকৃত হবেন বহু মানুষ। গত ১৪ই সেপ্টেম্বর ২০২৩ ছিল শেষ দিন। তবে এবার আবার তিন মাস বাড়ানো হল বিনামূল্যে আধার আপডেট করার সময়সীমা। আগামী ১৪ই ডিসেম্বর ২০২৩ পর্যন্ত বিনামূল্যে অনলাইন মাধ্যমে আধারের তথ্য আপডেট করতে পারবেন।
আধার কার্ড এখন প্রত্যেক ভারতীয়দের কাছে একটি প্রধান নথি। যে কোনো সরকারি সুবিধা পেতে এখন আধার কার্ড অবশ্যই লাগছে। তবে এটা লক্ষ্য করা গেছে যে, যে সমস্ত ব্যক্তির আধার কার্ড ১০ বছরের ও বেশি আগে নতিভুক্ত হয়েছিল, তাদের অনেক তথ্য পরিবর্তন হয়ে গেছে। অনেকের স্থায়ী ঠিকানা পরিবর্তন হয়ে গেছে। আবার এই ১০ বছরে অনেকের চেহারা ব্যাপক ভাবে পরিবর্তন হয়েছে। অনেকের আঙ্গুলের ছাপ অর্থাৎ বাওমেট্রিক তথ্য পূর্বের তথ্যের সাথে মেলানো যাচ্ছে না।
এই সব একাধিক কারণে যে সমস্ত ব্যক্তির আধার কার্ড ১০ বছরের মধ্যে আপডেট করা হয়নি তাদের ভারত সরকার বাধ্যতামূলক ভাবে আধার তথ্য আপডেট করার নির্দেশ দিয়েছে। UIDAI এর ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/ এ লগইন করে খুব সহজেই এই তথ্য আপডেট করা যাচ্ছে। আপডেট করার জন্য প্রয়োজন একটি ফটোর প্রমাণপত্র এবং একটি ঠিকানার প্রমাণ পত্র। ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লইসেন্স সহ একাধিক নথি এই প্রমাণপত্র হিসাবে ব্যবহার করতে পারবেন। তবে নিজের মোবাইল বা কম্পিউটার থেকে আপডেট করতে হলে আপনার আধার কার্ড এ অবশ্যই মোবাইল নম্বর যুক্ত থাকতে হবে। মোবাইল নাম্বার যুক্ত না থাকলে কাছাকাছি আধার আপডেট কেন্দ্রে (Aadhaar Update Centre) গিয়ে মোবাইল নাম্বার যুক্ত করে নিতে হবে।
এই নিয়ে এবছর দ্বিতীয়বার আধার আপডেটের সময়সীমা বাড়ানো হল। গত ১৪ জুলাই এর আগের সময়সীমা বাড়িয়ে ১৪ সেপ্টেম্বর করা হয়েছিল। তা আবার বাড়িয়ে ১৪ ডিসেম্বর পর্যন্ত করা হল। জানা যাচ্ছে এখনও বহু ভারতীয় এই সম্বন্ধে অবগত নয়। তাছাড়া অনেকে শারীরিক কারণ বা অন্যান্য কারণে এই তথ্য আপডেট করতে পারেন নি। তারা অপেক্ষায় ছিলেন এই সময়সীমা বাড়ানোর জন্য।
বিনামূল্যে আধার আপডেট করার এটাই শেষ সুযোগ হতে চলেছে। ১৪ ডিসেম্বর ২০২৩ এর মধ্যে আপডেট না করলে ৫০ টাকা খরচ করে আধার আপডেট করতে হবে। তবে পরবর্তী সময়ে এই টাকার পরিমাণ বাড়তেও পারে বলে মনে করা হচ্ছে। তাই দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আধার আপডেট করে নিন।