Abhijit Gangopadhyay: এবার গৌতম পালের বিরুদ্ধে বিরাট নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
ও এম আর সংক্রান্ত মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে CBI হাজিরার নির্দেশ কোলকাতা হাইকোর্টের।

Abhijit Gangopadhyay: প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় এবার বড় নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) সভাপতি গৌতম পালের বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি। তদন্তে অসহযোগিতা করলে গ্রেপ্তার করারও স্বাধীনতা দিয়েছেন বিচারপতি। শুধু তাই নয়, সঙ্গে পর্ষদ সচিব পার্থ কর্মকারের বিরুদ্ধেও তদন্ত করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীকে। পর্ষদের বাকি সদস্যেদের ও জিজ্ঞাসাবাদ করার স্বাধীনতা দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Jistice Abhijit Gangopadhyay)।
২০১৪ প্রাথমিক টেট এর ও এম আর শিট সংক্রান্ত মামলার শুনানিতে আজ বুধবার এই নির্দেশ দিয়েছে আদালত। এস বসু রায় এন্ড কোম্পানি এমনভাবে ও এম আর শিট ডিজাইন করেছিল যাতে প্রার্থীর নাম ও রোল নম্বর বোঝা না যায়। ডিজিটাইজড ও এম আর এর কপিতে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা গেছে। এই কোম্পানির বিরুদ্ধে এত অভিযোগ, তার পরেও এখনো এই কোম্পানিকেই ও এম আর শিটের দায়িত্ব কেনো দেওয়া হয়েছে। এই সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হতে পারে পর্ষদ সভাপতি গৌতম পাল এবং অন্যান্য সদস্যদের।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে রিপোর্ট জমা দিয়েছেন তাতে বিচারপতি সন্তুষ্ট হয়েছেন। রিপোর্টে বলা হয়েছে প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য নিয়োগ দুর্নীতির সাথে ওতপ্রোত ভাবে যুক্ত ছিলেন। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য এখন জেলবন্দি। তাই বর্তমান সভাপতিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ বুধবার সন্ধ্যায় ৬ টার মধ্যে নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছে বর্তমান সভাপতি গৌতম পাল ও সচিব পার্থ কর্মকারকে। পরবর্তী সময়ে পর্ষদের অন্যান্য সদস্যেদের জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)।