News

Abhijit Gangopadhyay: DI পদ কি জমিদারি ভেবেছেন? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কর্তৃক অপসারিত আরেক জেলা স্কুল পরিদর্শক

আরো একজন DI কে অপসারিত করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Abhijit Gangopadhyay: মুর্শিদাবাদের পরে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারা আবার এক স্কুল পরিদর্শককে (DI) অপসারণ করা হয়েছে। ‘অবৈধ’ স্ত্রী পেনশন পাচ্ছেন, যোগ্য পেনশন প্রাপক আবেদন করেও পেনশন পাচ্ছেন না, তাই 24 পরগনার স্কুল পরিদর্শককে (DI) অপসারণের নির্দেশ দিয়েছেন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

রবীন্দ্রনাথ হালদার দক্ষিণ চব্বিশ পরগনার একটি স্কুলে চাকরি করতেন। তিনি ২০১৯ সালে মারা যান। ওই শিক্ষকের প্রথম স্ত্রী কুসুম হালদার। তার দ্বিতীয় স্ত্রী আছে। অভিযোগকারী কুসুম হালদার অভিযোগ করেন, ওই শিক্ষকের দ্বিতীয় বিয়ে বৈধ নয়। তা সত্ত্বেও, ডিআই দ্বিতীয় পক্ষের স্ত্রীকে পেনশনের ব্যবস্থা করেছিলেন।

আদালত আরও বলেন, রবীন্দ্রনাথের দ্বিতীয় বিয়ে বৈধ নয়। কিন্তু প্রথম স্ত্রীর বদলে দ্বিতীয় স্ত্রীকে পেনশনের টাকা দেওয়ার নির্দেশ দেন ডিআই। ডিআইকে উদ্দেশ্য করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “আদালতের নির্দেশ ছিল। তার পরেও এই ভুল কী ভাবে হয়? যেখানে আদালত বলছে দ্বিতীয় বিয়ে বৈধ নয়, সেখানে কী ভাবে দ্বিতীয় স্ত্রীকে পেনশন দেন?’’ মঙ্গলবারের শুনানিতে সশরীরে উপস্থিত ছিলেন ডিআই। তাঁকে বিচারপতি আরও বলেন, ‘‘ডিআই পদ কি জমিদারি ভেবেছেন।’’

দক্ষিণ ২৪ পরগনার ডিআই পদে অন্য নিয়োগ করতে স্কুল শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে নির্দেশ দিয়েছেন বিচারক। মঙ্গলবার আদালতে ডিআই যেভাবে কথা বলেছেন তাতে তিনি অসন্তুষ্ট। এতে ক্ষুব্ধ আদালত। এ প্রসঙ্গে বিচারক বলেন, “ডিআই চালাকি করছেন। ওভারস্মার্ট (অতি চালাক)। তিনি এই ধরনের ভুল করেন কী ভাবে?’’ বিচারপতি মনে করেন, তাঁর অপসারণে বাকি ডিআইদের কাছে বার্তা যাবে।

Join Telegram groupJoin Now
Join WhatsApp ChannelJoin Now

Related Articles

Back to top button