BIG Breaking: সুপ্রিম কোর্টে B.ED vs D.EL.ED মামলার রায়দান, D.EL.ED খুশি, দেখুন সরাসরি
সুপ্রিম কোর্টের বিরাট জয় ডি এল এড প্রার্থীদের। বিএড প্রশিক্ষিত প্রার্থীদের বড় ধাক্কা। দেখুন গুরুত্বপূর্ণ আপডেট।
B.ED vs D.EL.ED (BED vs DELED): অবশেষে, সুপ্রিম কোর্টে বিরাট জয় হয়েছে DELED প্রশিক্ষিত চাকরি প্রার্থীদের। সুপ্রিম কোর্ট 2018 সালের 28 জুনের NCTE-এর জারি করা গেজেট বিজ্ঞপ্তি রিজেক্ট করেছে। এর ফলে বড় জয় মিলেছে DELED প্রশিক্ষিত চাকরি প্রার্থীদের। এই রায়ের ফলে Bachelor of Education (BED) করা চাকরি প্রার্থীদের প্রাথমিকে শিক্ষকপদে (Primary Teacher Recruitment) নিয়োগ একরকম বন্ধ হয়ে গেল।
প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে Diploma in Elementary Education (D. El. Ed.) প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগে নিয়ে বিভিন্ন রাজ্যের প্রশিক্ষিতরা একাধিক মামলা দায়ের করেছিলেন। রাজস্থান হাইকোর্ট ডিএলএড প্রার্থীদের পক্ষেই রায়দান করে। যদিও হিমাচল প্রদেশ হাই কোর্ট এর বিপরীত রায় দিয়েছিল। পশ্চিমঙ্গেও এই সংক্রান্ত একটি মামলা আদালতে দায়ের হয়।
বিএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা উচ্চ বিদ্যালয়ে চাকরির জন্য আবেদন করতে পারবেন বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গে চলতি নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব পড়বে বলে মনে করা যাচ্ছে।
পশ্চিমবঙ্গে ১৬৫০০ জন প্রাথমিক শিক্ষক নিয়োগে দেখা যায় অনেক D.EL.ED প্রশিক্ষিত প্রার্থী নন এম্প্যানেলড হয়েছিল। অপরদিকে অনেক বিএড প্রশিক্ষিত প্রার্থীরা চাকরি পেয়ে যায়। এর ফলে ডি এল এড প্রশিক্ষিত প্রার্থীরা মনে করেছিল তারা বঞ্চিত হয়েছেন। এর ফলে তারা কলকাতা হাইকোর্টে মামলা করেন, এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়ে যায়। আজ এই মামলার নিষ্পত্তি হলো। স্বাভাবিকভাবেই খুশি ডি এল এড প্রার্থীরা।