News

Banglar Shiksha: ২৮ জন ছাত্রের জন্য ১৮ জন শিক্ষক! রাজ্যে বন্ধ হতে চলেছে অনেক বিদ্যালয়? বদলি হবেন অনেক শিক্ষক [PDF List]

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

Banglar Shiksha: শিক্ষার অধিকার আইন ২০০৯ অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক অনুপাত ৩০:১ হওয়ার কথা এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে এই অনুপাত ৩৫:১। কিছু বিদ্যালয়ে এই অনুযায়ী শিক্ষক কম আছে। আবার এই রাজ্যেই ৮২০৭ টি এমন বিদ্যালয় আছে যেখানে ছাত্র ছাত্রীদের সংখ্যার তুলনায় শিক্ষকের সংখ্যা অনেক বেশি। এমনই হাওড়ার একটি বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা ২৮ সেখানে শিক্ষক সংখ্যা ১৮ জন। এই রকম আরও অনেক নিদর্শন রয়েছে।

সম্প্রতি বিদ্যালয় শিক্ষা দপ্তর (WBSED) এমন সকল বিদ্যালয়ের তালিকা প্রকাশ করল যেখানে ছাত্র সংখ্যা শূন্য থেকে ৫০ পর্যন্ত আছে। এই তালিকায় দেখা যাচ্ছে একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা ০ অথচ শিক্ষক সংখ্যা ১০ জন। এই রকম মোট ৮২০৭ টি বিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে বিদ্যালয় শিক্ষা দপ্তর।

এই বিষয়ে গত ফেব্রুয়ারি মাসে একটি গুঞ্জন উঠেছিল যে, রাজ্যের এই সব বিদ্যালয় গুলি হয়তো বন্ধ হতে চলেছে। অবশ্য শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছিলেন কোনো বিদ্যালয় বন্ধ হচ্ছে না। তবে বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে এই তালিকা প্রকাশ করার পর আবার সেই গুঞ্জন শোনা যাচ্ছে।

স্বাভবিকভাবেই ছাত্র শূন্য বিদ্যালয় বা অল্প ছাত্র সহ বিদ্যালয়ে এত জন শিক্ষক থাকার কোনো অর্থই হয়না বলে মনে করছেন অনেকে। তাই এই উদ্বৃত্ত শিক্ষক দের পাশাপাশি অন্য বিদ্যালয়ে বদলি করা হতে পারে বলেও জানা যাচ্ছে। যেখানে ছাত্র সংখ্যা অনুযায়ী শিক্ষক কম আছে সেই সমস্ত বিদ্যালয়ে বদলি হওয়ার সম্ভাবনা প্রবল।

সম্প্রতি কোলকাতা হাইকোর্টে শিক্ষক শিক্ষিকাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার বা 10C সংক্রান্ত মামলায় শিক্ষা দপ্তর ছাড়পত্র পেয়েছে। মনে করা হচ্ছে এর প্রয়োগ করতে পারে শিক্ষা দপ্তর। তবে 10C সংক্রান্ত মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে গড়িয়েছে।

তবে এই প্রসঙ্গে অনেকে অন্য প্রশ্নও তুলেছেন যে, কেন এত ছাত্র সংখ্যা কমে গেল? শিক্ষক উদ্বৃত্ত হয়ে গেলে তো বদলি করেই সরকার শূন্য পদ পূরণ করে ফেলবে। সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের কী হবে? আদৌ কি কোনো শূন্য পদ তৈরি হবে? বিদ্যালয় বন্ধ হওয়া প্রসঙ্গে কেউ কেউ মন্তব্য করেছেন এর ফলে শিশুদের শিক্ষার অধিকার ভঙ্গ হবে। তবে শিক্ষকদের বদলি হলেও সেটা যেন, তাদের বাসস্থান থেকে অনেক দূরত্বের না হয় এমন টাও মন্তব্য করেছেন শিক্ষক মহল।

নিচের ডাউনলোড বাটন এ ক্লিক করে সম্পূর্ন লিস্ট টি ডাউনলোড করে নিন।

Show More
Back to top button