Big News: ২৪ হাজার শিক্ষক শূন্যপদ আছে, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর, আদৌ কি হবে স্বচ্ছ নিয়োগ?
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন রাজ্যে ১০ লক্ষ কর্মসংস্থান হবে। ২৪ হাজার শূন্য পদ রয়েছে শিক্ষক পদে।
Mamata Banerjee: পশ্চিমবঙ্গে চাকরি নিয়ে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতার মেয় রোডে মুখ্যমন্ত্রী বললেন রাজ্য ১০ লক্ষ কর্মসংস্থান হবে। তিনি বললেন রাজ্যের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। ২৪ হাজার শিক্ষক শূন্য পদ রয়েছে, শুধু মামলার কারণে নিয়োগ করা যাচ্ছে না।
তিনি আরো বলেন “হাওড়ায় আরও দু’লক্ষ, বানতলায় পাঁচ লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে। চাকরির অভাব নেই। শিক্ষক পদে ২৪ হাজার শূন্যপদ আছে। কিন্তু নিয়োগ করতে পারছি না। কেউ না কেউ আদালতে মামলা করে দিচ্ছে। তাতে আটকে যাচ্ছে।’’ চাকরিপ্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনারাই বলে দিন না কোন পদ্ধতিতে পরীক্ষা হবে? দরকার হলে বিচারকের অধীনে পরীক্ষা হোক, আমার আপত্তি নেই। কিন্তু চাকরি তো হবে।’’
এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য পুলিশে ৮০০০ শূন্যপদ আছে, যা আগামী তিন মাসের মধ্যে পূরণ করা হবে। প্রায় ১০ লক্ষ চাকরির সুযোগ আসতে চলেছে আগামী দুই-তিন বছরের মধ্যে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে প্রায় সবকটি শিক্ষক নিয়োগের পরীক্ষা আদালতের বিচারাধীন রয়েছে। আদালতে দীর্ঘদিন ধরে বিচারের আশায় চাকরি প্রার্থীরা দিন গুনছেন। মুখ্যমন্ত্রী ঘোষণা মত নিয়োগ করা হলে সবচেয়ে উপকৃত হবেন এইসব চাকরি প্রার্থীরা। আশা করা যাচ্ছে আগামী দিনে সমস্ত জটিলতা কাটিয়ে স্বচ্ছ ভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।