Recruitment News

Calcutta High Court: ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় আজ কী হল, দেখুন বিস্তারিত

৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি হল আজ হাইকোর্টে। দেখুন কী হলো আজ।

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

Calcutta High Court: সোমবার ৪ সেপ্টেম্বর ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি হল কলকাতা হাইকোর্টে। সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো মামলাটি আজ শুনানি হয়েছে ডিভিশন বেঞ্চে। এর আগে সুপ্রিমকোর্ট এই মামলার দ্রুত নিষ্পত্তি করার জন্য কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছিল।

প্রাথমিকে সঠিক পদ্ধতিতে নিয়োগ হয়নি এই অভিযোগের ভিত্তিতে মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার শিক্ষকদের চাকরি বাতিলের রায় দিয়েছিলেন। পরে ডিভিশন বেঞ্চ একই রকম রায় দিয়েছিল। এরপর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) সুপ্রিম কোর্টে আবেদন জানায়। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করে এই মামলাটি পুনরায় কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দেয়।

এদিন আদালতে এই মামলার শুনানিতে আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, রায় না আসা পর্যন্ত শিক্ষকদের বেতন বন্ধ বা চাকরি থেকে বরখাস্ত করা যাবে না। পূর্বের অর্ডারে বলা হয়েছিল সেপ্টেম্বর পর্যন্ত এই শিক্ষকরা বেতন পাবেন। এই নির্দেশের কিছুটা পরিবর্তন করে জানানো হয়েছে রায় না আসা পর্যন্ত শিক্ষকরা বেতন পাবেন। ৩ রা অক্টোবর ২০২৩ এই মামলার পরবর্তী শুনানি হবে।

Show More
Back to top button