Service Rules

Commuted Leave Rules Bangla for West Bengal Government Employees

Join Telegram groupJoin Now

This article shows Commuted leave rules in Bangla for West Bengal Government Employees.

কমিউটেড লিভ | Commuted Leave Rules Bangla

কমিউটেড লিভ বলতে বােঝায় দুটি অর্ধবেতন ছুটির বিনিময়ে ১ দিনের পূর্ণবেতন ছুটি। নিম্নলিখিত ক্ষেত্রে এই ছুটি অনুমােদন করা যায় :

(১) এই ছুটি অনুমােদন করার সময় দেখতে হবে কর্মচারীটি যতদিন কমিউটেড লিভ চাইছেন তার দ্বিগুণ পরিমাণ হাফ পে লিভ তার ছুটির অ্যাকাউন্টে জমা আছে কিনা।

(২) কমিউটেড লিভ কর্মচারীর নিজের চিকিৎসার জন্য মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে অনুমােদিত হয়ে থাকে।

(৩) অনুমােদিত পাঠ্যক্রম বিষয়ে পড়াশােনার জন্য জনস্বার্থে চাকরি জীবনে ৯০ দিন পর্যন্ত কমিউটেড লিভ অনুমােদন করা যায়।

(৪) মাতৃত্বকালীন ছুটি শেষ হবার পর ওই ছুটির সঙ্গে মহিলা সরকারি কর্মচারী মেডিকেল সার্টিফিকেট ছাড়া অথবা সদ্যোজাত সন্তানের অসুস্থতার কারণে যদি তার কাছে মায়ের উপস্থিতি একান্ত প্রয়ােজন হয় এই সংক্রান্ত মেডিকেল সার্টিফিকেট দাখিল করেন, তাহলে ৬০ দিন পর্যন্ত যে-কোনাে ছুটি এমনকি কমিউটেড লিভ নিতে পারতেন Rule 199 W.B.S.R-I অনুযায়ী। তা এখন বেড়ে হয়েছে এক বছর পর্যন্ত, যে-কোনাে লিভ এমনকি কমিউটেড লিভ নিতে পারেন G. 0. No. 2658 dt. 1.3.2002 অনুযায়ী।

(৫) যে মহিলা দত্তক নেবেন অর্থাৎ দত্তক গ্রহীতা মা মেটারনিটি লিভ পান না (যা কেবলমাত্র জন্মদাত্রী মায়েরা পেয়ে থাকেন)। এক্ষেত্রে দত্তক মায়েরা মেডিকেল সার্টিফিকেট ছাড়া যে-কোনাে ছুটি নিতে পারেন, এমনকি কমিউটেড লিভও G.O. No. 2558-F dt. 1.3.2002 অনুযায়ী।

(৬) এই ছুটি অনুমােদনের সময় ছুটি অনুমােদনকারী কর্তৃপক্ষ যদি নিঃসংশয় হন যে, কর্মচারী ছুটি শেষ হবার পর তার কাজে যােগদান করার যথেষ্ট সম্ভাবনা আছে তবেই ছুটি মঞ্জুর করতে পারেন।

(৭) কমিউটেড লিভ অনুমােদনের পর চাকরিতে যােগদান না-করে যদি কেউ চাকরিতে ইস্তফা দেন অথবা স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন, সেক্ষেত্রে ওই কমিউটেড লিভ অর্ধবেতন ছুটি হিসাবে সম্পূর্ণ ছুটিটি গণ্য হবে। যদি কমিউটেড লিভ হিসাবে পূর্ণবেতন প্রদান করা হয়ে থাকে, তাহলে অর্ধবেতন ছুটি হলে যে টাকা হত তা আদায় করতে হবে।

(৮) মেডিকেল বাের্ড দ্বারা যদি কোনাে কর্মচারী স্বাস্থ্যের কারণে কাজের অনুপযুক্ত হিসাবে ঘােষিত হন এবং কমিউটেড লিভ শেষ হবার পর চাকরিতে যােগদান না-করতে পারেন অথবা কমিউটেড লিভে থাকাকালীন যদি কর্মচারীর মৃত্যু হয়, সেক্ষেত্রে টাকা আদায়ের প্রয়ােজন হবে না। (Rule 173)

(৯) সরকারি বিদ্যালয়ের শিক্ষক/অশিক্ষক কর্মচারীরা ব্যক্তিগত প্রয়ােজনে চাকরি জীবনে ৬০ দিন অর্ধবেতন ছুটির বিনিময়ে ৩০ দিন কমিউটেড লিভ নিতে পারেন। (G.0. No. 769-F dt. 13.7.95)

দেখুন: পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের সকল ছুটির নিয়ম

View: All Leave Rules of West Bengal Government Employees

3 Comments

  1. if medical leave exusted can a teacher get medical leave for current year of govt. aided high school in west bengal

Back to top button