Recruitment News

CTET 2024 বিজ্ঞপ্তি, প্রকাশিত হলো পরীক্ষার দিন, এবার নতুন কী আছে? অনলাইন আবেদন লিংক

কেন্দ্রীয় টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বিজ্ঞপ্তি সাথে জানা গেল পরীক্ষার দিন। অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনের লিংক সবকিছু দেওয়া হলো এখানে।

CTET 2024: কেন্দ্রীয় শিক্ষক যোগ্যতা পরীক্ষা অর্থাৎ CTET বিজ্ঞপ্তি প্রকাশিত হল। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, দিল্লি, এই পরীক্ষা পরিচালনা করে থাকে। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এই প্রতিবেদনে পরীক্ষার সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।

পরীক্ষার নাম

কেন্দ্রীয় শিক্ষক যোগ্যতা পরীক্ষা (সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট, CTET)।

শিক্ষাগত যোগ্যতা

এই পরীক্ষায় আবেদনের জন্য প্রার্থীদের উচ্চ মাধ্যমিক বা সমতুল অথবা স্নাতক এবং বি.এড প্রশিক্ষণ নিয়ে থাকতে হবে।

CTET পরীক্ষায় যথাক্রমে প্রাথমিক (শ্রেণি I থেকে V) এবং মাধ্যমিক (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) ক্লাসের শিক্ষকদের জন্য যথাক্রমে দুটি পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে যথাক্রমে- I এবং Paper-II .

যে প্রার্থীরা ক্লাস I-V-এর জন্য শিক্ষকের জন্য আবেদন করতে চান তাদের পেপার-I দিতে হবে যেখানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে পড়াতে যোগ্য হতে চান এমন প্রার্থীদের দ্বারা পেপার-II পরীক্ষা দিতে হবে। যে প্রার্থীরা প্রথম থেকে অষ্টম শ্রেণীতে পাঠদানের জন্য আবেদন করতে চান তাদের উভয় পরীক্ষায় পাশ করতে হবে।

পরীক্ষার সিলেবাস

এখানে MCQ ধরনের প্রশ্ন থাকবে। মোট ১৫০ টি প্রশ্ন থাকবে। পরীক্ষার পূর্ণ নম্বর ১৫০ হবে। প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের পরীক্ষার সিলেবাস আলাদা। সিলেবাস সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের এখানে অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য, আপনাকে https://ctet.nic.in/ ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে আপনার তথ্য পূরণ করে ফর্মটি পূরণ করতে হবে। এর পরে আবেদন ফি পেমেন্ট করে দিতে হবে এবং ফর্ম সাবমিট করতে হবে।

গুরুত্বপূর্ন তারিখগুলো

  • বিজ্ঞপ্তি প্রকাশ- 03/11/2023
  • আবেদন শুরু- 03/11/2023
  • আবেদন শেষ দিন- 23/11/2023
  • পরীক্ষার দিন- 21 জানুয়ারী 2024

গুরুত্বপূর্ণ লিংক

Join Telegram groupJoin Now
Join WhatsApp ChannelJoin Now

Related Articles

Back to top button