DA Case Today News: ডিএ মামলায় কী হলো আজ সুপ্রিম কোর্টে? দেখুন বিস্তারিত এখানে
সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের মহার্ঘ ভাতা মামলা সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট এল এখনই দেখে নিন।

DA Case Today News: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা সংক্রান্ত মামলার শুনানির দিন ধার্য হয়েছিল আজ ৩ নভেম্বর, শুক্রবার। এর আগে কলকাতা হাইকোর্টে মামলার রায় পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের পক্ষে গিয়েছিল। সেই মামলা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই মামলার উপর নির্ভর করছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ মহার্ঘ ভাতা প্রদানের নীতি।
আজ সুপ্রিম কোর্টে মামলাটি উঠেছিল দুপুর ১ টা ১৭ মিনিটে। মাত্র ৫ মিনিট শুনানি হওয়ার পর মহামান্য বিচারপতিগণ এই মামলাটির জন্য পরবর্তী দিন ধার্য্য করলেন। অর্থাৎ এই মামলার এক্সটেনসিভ কনসিডারেশন আজ হলো না। এক কথায় এক বিন্দুও এগোলনা মহার্ঘ্য ভাতা মামলার নিষ্পত্তি। সরকারি কর্মচারীদের পক্ষ থেকে অনলাইনে উপস্থিত ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মামলার পরবর্তী দিন নির্ধারিত হয়েছে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ। কোন নির্দিষ্ট দিন তবে স্থির করা হয়নি। ওই দিন আবার এক্সটেন্সিভ কনসিডারেশনের জন্য শুনানি হবে।
আজ মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টের ৮ নম্বর কোর্টে, ৬০ নম্বর সিরিয়ালে ছিল। এই মামলার বিচারপতি ছিলেন জাস্টিস হৃষিকেশ রায় এবং জাস্টিস সঞ্জয় কারোল।
আরো দেখুন: কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পেলে আপনার কত টাকা বেতন হতো দেখুন
সর্বপ্রথম এই মামলা SAT এ দায়ের করা হয়েছিল। সেখানে রাজ্য সরকারের পক্ষেই মামলা গিয়েছিল। মামলায় বলা হয়েছিল মহার্ঘ ভাতা নাকি দয়ার দান। তবে SAT এর এই রায়কে খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল মহার্ঘ ভাতা হলো কর্মচারীদের মৌলিক অধিকার। এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। এর আগে ৮ বার এই মামলা পিছিয়ে গিয়েছিল। তবে ১৪ জুলাই এই মামলার শেষ শুনানি হয়েছিল। সেখানে বলা হয়েছিল মামলাটির বিস্তারিত শুনানি প্রয়োজন।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা AICPI সূচক অনুসারে ৪৬ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন। অপরদিকে রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছেন মাত্র ৬ শতাংশ মহার্ঘ ভাতা। অর্থাৎ পার্থক্য বেড়ে দাঁড়িয়েছে ৪০ শতাংশে। এই বৈষম্য দূর করার উদ্দেশ্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ, আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। কিন্তু রাজ্য সরকার তাদের আন্দোলনকে পাত্তা দিচ্ছে না। এদিকে বিধায়কদের বেতন এক লাফে অনেকটাই বাড়ানো হয়েছে। এর ফলে সরকারি কর্মচারীরা মোটেই খুশি নন।
One Comment