Dearness Allowance

DA Case Update: সুপ্রিম কোর্টে ডিএ মামলা সংক্রান্ত অত্যন্ত ভাল খবর এলো, স্বস্তি ফিরল সরকারি কর্মচারীদের

DA Case Update: পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বর্তমানে ৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা (DA) পাচ্ছেন। অপরদিকে কেন্দ্র সরকারি কর্মচারীরা বর্তমানে ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পার্থক্য দাঁড়িয়েছে ৪০ শতাংশে। এই অবস্থায় নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় একটি স্বস্তির খবর পেল রাজ্য সরকারি কর্মচারীরা।

সুপ্রিম কোর্টে চলা মহার্ঘ ভাতা সংক্রান্ত এই মামলাটি আগামী ৩ নভেম্বর শুনানি হতে চলেছে। এই মামলা প্রসঙ্গে অত্যন্ত আশাবাদী পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। এই মামলার সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তাই অনেকেই মনে করেছিলেন উনি হয়তো এই দিন শুনানিতে থাকতে পারবেন না।

যদি তিনি মামলায় না থাকেন হয়তো ৩ নভেম্বরের শুনানি আবার পিছিয়ে যেতে পারে। এমনটা শোনা যাচ্ছিল বিভিন্ন সামাজিক মাধ্যমে। তবে এখন পাওয়া খবর অনুযায়ী তিনি অনেকটাই সুস্থ আছেন। তিনি যে সংগঠনের তরফ থেকে মামলাটি লড়ছেন তারা এই বিষয়টি স্পষ্ট করে বলে দিয়েছেন।

এই খবরের ফলে সরকারি কর্মচারীদের দুশ্চিন্তা অনেকটাই দূর হলো। স্বস্তিতে ফিরলেন সরকারি কর্মচারীরা। অর্থাৎ ৩ নভেম্বর সুপ্রিম কোর্টের মহার্ঘ ভাতা মামলার শুনানিতে তিনি উপস্থিত থাকবেন। স্বশরীরে উপস্থিত না থাকতে পারলেও ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকতে পারেন এমনটাই জানা যাচ্ছে। তাই এ কথা পরিষ্কার যে ৩ নভেম্বরের শুনানি হতে চলেছে।

৩ নভেম্বর শুনানি হতে চলা এই মামলার রায় ঘোষণা হওয়ার সম্ভাবনা কতটা? এই নিয়ে কোন মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

Join Telegram groupJoin Now
Join WhatsApp ChannelJoin Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button