DA Case Update: ডিএ মামলা কি আদৌ সুপ্রিম কোর্টে শুনানি হবে, নাকি আবার পরের বছরে, কী জানা গেল দেখুন
পশ্চিমবঙ্গের মহার্ঘ ভাতা মামলার শুনানির জন্য কি আবার অপেক্ষার প্রহর বাড়ছে? নাকি শুক্রবারেই মিলতে পারে সুখবর। দেখুন কি জানা গেল।

DA Case Update: মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার, এ কথা আগেই জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে এই বকেয়া মহার্ঘ ভাতা মামলাটি সুপ্রিম কোর্টে বেশ কয়েক মাস ধরে ঝুলে রয়েছে। মামলাটির শেষ শুনানি হয়েছিল গত জুলাই মাসে। তারপর তিন মাস পর শুনানির মামলার দিন স্থির করা হয়েছে ৩ নভেম্বর শুক্রবার। তবে এই দিন কি আদৌ মামলার শুনানি হবে নাকি আবার অপেক্ষা করতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের তথ্য অনুসারে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত এই মামলাটি ৬০ নম্বর সিরিয়ালে শুনানি হবে। একদিনে মোট ৬০ টি মামলাই শুনানি হয়। অর্থাৎ এই মামলাটিকে রাখা হয়েছে সবচেয়ে শেষের সিরিয়ালে। আবার যদি এই মামলার শুনানি এই দিন না হয় তবে নভেম্বর মাসে মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা নেই। কারণ এই মাসে অনেকদিন সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে।
দেখুন: DA Case Today News: ডিএ মামলায় কী হলো আজ সুপ্রিম কোর্টে? দেখুন বিস্তারিত এখানে
গত শুনানিতে এই মামলার প্রসঙ্গে বিচারপতিরা বলেছিলেন যেহেতু এই মামলা একটি বড় মামলা তাই এর “এক্সটেন্সিভ হেয়ারিং” (বিস্তারিত শুনানির) প্রয়োজন আছে। তবে যেহেতু মামলাটি ৬০ নম্বর সিরিয়ালে উঠছে তবে কি এই মামলাটির বিস্তারিত শুনানির সময় পাওয়া যাবে? এমনটাই সংশয় প্রকাশ করছেন অনেক সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা।
ইতিমধ্যে মহার্ঘ ভাতা সংক্রান্ত এই মামলাটির বিচারপতি পরিবর্তন হয়েছে। এই মামলার আগের বিচারপতি ছিলেন হৃষিকেশ রায় এবং পঙ্কজ মিথাল। তবে ৩ নভেম্বর এই মামলার শুনানির জন্য পঙ্কজ মিথালের পরিবর্তে বিচারপতি সঞ্জয় কারোল থাকবেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট এ এই সংক্রান্ত আপডেট দেওয়া হয়েছে।
তবে মামলাটি যেহেতু ফাইনাল ডিসপোজাল এর জন্য আছে তাই রাজ্য সরকারি কর্মচারীরা এ বিষয়ে আশাবাদী আছেন। কারণ বেশিরভাগ ফাইনাল ডিসপোজালের মামলা গুলি সিরিয়ালের শেষের দিকেই থাকে। তাই এই মামলার শুনানি যে হবে না এটা ধরে নেওয়া ঠিক নয়। মামলার রায় প্রকাশ হলে উপকৃত হবেন পশ্চিমবঙ্গের সকল সরকারি কর্মচারী, শিক্ষক এবং অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকরা।
One Comment