DA Case Update: এবার কোমর বাঁধলো বিরোধী সংগঠন, ডিএ মামলায় বাঘা আইনজীবী নিয়োগ করতে চলেছে গেরুয়া শিবির
সুপ্রিম কোর্টে রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় জোরালো পদক্ষেপ নিচ্ছে গেরুয়া শিবির।

DA Case Update: চরম বৈষম্য কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতায় (DA)। কেন্দ্রে যেখানে ৪৬ শতাংশ, রাজ্যে মাত্র ৬ শতাংশ। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA Case) সংক্রান্ত মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবার সেই মামলায় গেরুয়া শিবির আদালতের লড়াইতে কোমর বেঁধে নেমেছে। ইতিমধ্যেই সিপিএমের আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রথম থেকেই এই মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সরকারি কর্মচারীদের বামপন্থী সংগঠনের পক্ষে অ্যাডভোকেট ফিরদৌস শামীমও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিজেপির সংগঠন সরকারি কর্মচারী পরিষদও এ ব্যাপারে যুক্ত আছে। গুড্ডু সিংহ কলকাতা হাইকোর্টে তাদের আইনজীবী আছেন।
এখন যেহেতু এই মামলাটি সুপ্রিম কোর্টে। গেরুয়া শিবিরের ‘অ্যাডভোকেট অন রেকর্ড’ রয়েছেন উদ্যম মুখোপাধ্যায়। তবে আগামী ৩ নভেম্বর, শুক্রবার সুপ্রিম কোর্টে মামলার শুনানি হলে গেরুয়া শিবিরের পক্ষে জাতীয় পর্যায়ের দুই বিশিষ্ট আইনজীবীকে দেখা যেতে পারে। এমন সম্ভাবনার কথা জানিয়েছেন খোদ বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তবে সেই ভূমিকায় কে থাকবেন সে বিষয়ে বিজেপি এখনো পর্যন্ত কিছু বলছে না।
কলকাতা হাইকোর্ট মামলা দায়েরকারী রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে রায় দেওয়ার পরে সরকার সুপ্রিম কোর্টে যায়। এই মামলাটি ২০২২ সালের ৩ নভেম্বর সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছিল। ২৮ নভেম্বর প্রথম শুনানি হয়। রাজ্যের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী মুকুল রোহাতগি। একই দিনে সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে, আগামী ৫ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি শেষ হবে। পরে সরকারি আইনজীবী অভিষেক মনু সিংভিকে বদলি করে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে একের পর এক তারিখ দেওয়া হলেও নানা কারণে শুনানি পিছিয়ে যাচ্ছে। ১৪ জুলাই পরবর্তী শুনানির তারিখ পিছিয়ে ৩ নভেম্বর করা হয়।
২০ মে,২০২২-এ, কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানাতে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। রাজ্যের যুক্তি, হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী ডিএ দেওয়া হলে আনুমানিক ৪১ হাজার ৭৭০ কোটি টাকা খরচ হবে। বর্তমানে রাজ্য সরকারের পক্ষে তা বহন করা সম্ভব নয়। প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশ অনুসারে নির্দিষ্ট সময়ের মধ্যে ডিএ বকেয়া পরিশোধ না করার জন্য নবান্নের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও দায়ের করা হয়েছে। তবে সুপ্রিম কোর্টের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টে এর শুনানি আপাতত স্থগিত করা হয়েছে।