Dearness Allowance

DA Hike: কেন্দ্র আরও 8 শতাংশ ডিএ বৃদ্ধি করলো, পশ্চিমবঙ্গের কর্মচারীদের সঙ্গে ফারাক কত হলো দেখুন

পুজোর আবহে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা উপহার দিল কেন্দ্র সরকার। রাজ্যের সাথে কেন্দ্রের ফারাক আরো বৃদ্ধি পেল।

DA Hike: যেমনটা আশা করা হয়েছিল তেমনি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য পূজোর আগেই ডিএ বৃদ্ধি ঘোষণা করা হলো। আরও ৪ শতাংশ দিয়ে ঘোষণা করল কেন্দ্র সরকার। এর ফলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে ফারাক বেড়ে গেল অনেকটাই। পূজোর আগেই সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ফলে ভীষণ খুশি সরকারি কর্মচারীরা।

দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য নতুন মহার্ঘ ভাতার হাড় ঘোষণা করল কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) অনুসারে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) ৪ শতাংশ বৃদ্ধি করল। এর আগে ২৪ শে মার্চ ৪ শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয়েছিল যার ফলে এতদিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা (DA) পাচ্ছিলেন ১ জানুয়ারী ২০২৩ থেকে। এবার আজ ১৮ অক্টোবর ঘোষণা করা হলো আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।

যদিও এই মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে ১৮ অক্টোবর তবে তা কার্যকর হবে ১ জুলাই ২০২৩ থেকে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩ মাসের বকেয়া মহার্ঘ ভাতা এরিয়ার হিসেবে পেয়ে যাবেন। মোটামুটি ভাবে দীপাবলীর আগেই কেন্দ্র সরকারি কর্মচারীদের পকেটে ঢুকছে মোটা টাকা।

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অবস্থান বিক্ষোভ, আন্দোলন, আদালতে মামলা কোনটাই বাকি নেই। কিন্তু তাদের দাবিতে অনড় রাজ্য সরকার। বিধায়কদের বেতন অনেকাংশে বৃদ্ধি করা হলেও সরকারি কর্মচারীরা ব্রাত্য রয়ে গেছেন।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ১ জুলাই ২০২৩ থেকে ৪৬ শতাংশ হল। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা এখনো পর্যন্ত ৬ শতাংশ মহার্ঘ্য ভাতা পাচ্ছেন। অর্থাৎ ফারাক বেড়ে দাঁড়ালো ৪০ শতাংশ। একই পদের জন্য কেন্দ্রীয় কর্মচারীর তুলনায় রাজ্য সরকারের কর্মচারীরা অনেকটাই কম বেতন পান। তাই রাজ্য সরকারি কর্মচারীদের দাবি AICPI সূচি মেনে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হোক।

দেখুন ক্যালকুলেটর : কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের সাথে রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতার পার্থক্য

এখানে একজন কেন্দ্রীয় সরকারী কর্মচারীর বেতন বৃদ্ধির উদাহরণ দেওয়া হল। একজন ৮ নম্বর পে লেভেলের কর্মচারীর বেসিক বেতন ৪৭৬০০ টাকা থেকে শুরু। ৪২ শতাংশ হরে তিনি মহার্ঘ ভাতা পাচ্ছিলেন ১৯৯৯২ টাকা। এবার আরো ৪ শতাংশ বৃদ্ধি অর্থাৎ ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ায় তিনি মহার্ঘভাতা হিসেবে পাবেন ২১৮৯৬ টাকা। অর্থাৎ এক মাসে বেতন বৃদ্ধি হবে ১৯০৪ টাকা। এবং ওই কর্মচারী তিন মাসের এরিয়ার হিসেবে পাবেন ১৯০৪ X ৩ = ৫৭১২ টাকা।

Join Telegram groupJoin Now
Join WhatsApp ChannelJoin Now

Related Articles

Back to top button