DA Hike: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে, কত শতাংশ ডিএ বৃদ্ধি? কনফার্ম নিউজ
সরকারি কর্মচারীদের জন্য এল সুখবর। মহার্ঘ ভাতা বাড়তে চলেছে ৩ শতাংশ হারে।
DA Hike: সরকারি কর্মচারীদের জন্য সুখবর। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) অনুসারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা (DA) বাড়তে চলেছে। পিটিআই রিপোর্ট অনুযায়ী মহার্ঘ ভাতা এখন আরও তিন শতাংশ বাড়তে চলেছে। তবে এখনো পর্যন্ত কেন্দ্র সরকার DA বৃদ্ধির কথা ঘোষণা করেনি। তবে মনে করা হচ্ছে ১ জুলাই থেকে তিন শতাংশ হারে ডিএ বাড়ানোর ঘোষণা হবে।
কিছুদিন আগে রাজ্যসভার একটি প্রশ্ন উত্তর পর্বে প্রশ্ন করা হয়েছিল মহার্ঘ ভাতা বৃদ্ধির প্রসঙ্গে। এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ উত্তর এসেছিল কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী তরফ থেকে। সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স (AICPI-IW) এর ভিত্তিতে প্রতি ছয় মাসে DA/DR দেওয়া হয়।
সেই অনুযায়ী মনে করা হচ্ছে জুন মাসের যে AICPI প্রকাশিত হয়েছে তার ভিত্তিতে সরকারি কর্মচারীদের ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়তে চলেছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতার পরিমাণ ৪২ শতাংশ। এবার মহার্ঘ ভাতা বৃদ্ধি হলে এই পরিমাণ হবে ৪৫ শতাংশ।
তবে সরকারি কর্মচারী মহলে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির দাবি উঠছে। সরকারি কর্মচারী মহল মনে করছেন AICPI এর প্রকাশিত তথ্য অনুযায়ী ৪ শতাংশ বৃদ্ধি হওয়ার প্রয়োজন। কিন্তু সরকার ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিতে প্রস্তুত।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মচারীদের (West Bengal Government Employees) মহার্ঘ ভাতা (DA) প্রদানের ক্ষেত্রে AICPI তথ্য মেনে মহার্ঘ ভাতা দিতে রাজি নয়। এই নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের অভিযোগ দীর্ঘদিনের। লাগাতার আন্দোলন কর্মসূচি এবং তার পাশাপাশি আদালতে বিচার চলছে এই প্রসঙ্গে।