DA Hike Latest News: রাজ্যের ৫ লক্ষ্য সরকারি কর্মচারী দের ৪ শতাংশ DA বাড়ল
মুখ্যমন্ত্রীর ঘোষণায় কর্মচারীদের ৪ শতাংশ DA বাড়ানো হল
DA Hike Latest News: কেন্দ্রীয় হারে DA পাওনা আদায়ে সরকারি কর্মচারী মহল বেশ কয়েক বছর থেকেই সোচ্চার হয়েছেন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীগণ একদিকে যেমন ধর্না মঞ্চে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচীর মাধ্যমে সরকারের প্রতি চাপ সৃষ্টির চেষ্টা করছেন। অপর দিকে তাদের করা মামলা হাই কোর্ট থেকে গড়িয়েছে সুপ্রিম কোর্টে।
তবে পশ্চিম বঙ্গের সরকারি কর্মচারীদের কবে কেন্দ্রীয় হারে DA দেওয়া হবে তার কোনো সদুত্তর নবান্ন তরফ থেকে জানানো হয়নি।
অপরদিকে ছত্তিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ঘোষণা করে দিলেন রাজ্যের ৫ লক্ষ সরকারি কর্মচারী আরো ৪ শতাংশ অতিরিক্ত DA পাবেন।
এখনও পর্যন্ত ওই রাজ্যের সরকারী কর্মচারীরা ৩৮ শতাংশ হারে DA পাচ্ছেন । এবং এই বর্ধিত ৪ শতাংশ দেওয়ার ফলে মোট DA এর পরিমাণ হল ৪২ শতাংশ।
প্রায় 5 লক্ষ সরকারি কর্মচারীর মহার্ঘ ভাতা (ডিএ) ৪ শতাংশ বৃদ্ধি, মূল বেতনের মোট বৃদ্ধি ৪ শতাংশ বাড়িয়ে দিলে রাজ্য সরকারের অতিরিক্ত ৮০০ কোটি টাকা ব্যয় হবে।
অন্যদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা দীর্ঘ দিন ধরে দাবি আদায়ের জন্য একাধিক কর্মসূচি নিচ্ছেন। কিন্তু রাজ্য সরকার সমস্ত দাবি মেনে নিতে এখনই রাজি নয়। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বর্তমানে ৬ শতাংশ ডি এ পাচ্ছেন।