Dearness Allowance

DA News Update: এবার রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বোনাসের পাশাপাশি ৩ শতাংশ মহার্ঘভাতাও দেওয়া হবে এইসব কর্মচারীদের

পশ্চিমবঙ্গের মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন। এদিকে হিমাচল প্রদেশের বন নিগমের কর্মীদের তিন শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হলো।

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

DA News Update: পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত দাবি সরকার গুরুত্বই দিচ্ছে না। এদিকে হিমাচল প্রদেশ সরকারের পক্ষ থেকে কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার মাধ্যমে ওই রাজ্যের কর্মচারীরা অনেক সুবিধা পেতে চলেছে। প্রসঙ্গত, হিমাচল প্রদেশ সরকারের বন নিগমের কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি আরও অনেক ঘোষণা করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক এ সম্পর্কে।

হিমাচল প্রদেশ সরকার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। বন নিগমের কর্মীরা এর থেকে উপকৃত হতে চলেছেন। প্রসঙ্গত, হিমাচল প্রদেশ সরকার ফরেস্ট কর্পোরেশনের কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে। এই ঘোষণার ফলে অনেকেই উপকৃত হবেন।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ২০২২ সালের ১ জানুয়ারি থেকে বন নিগমের কর্মীদের তিন শতাংশ মহার্ঘ ভাতা (3% DA Announced) দেওয়ার অনুমোদন দিয়েছেন। এমন পরিস্থিতিতে এখন এর ফলে ওই সব কর্মচারীদের বেতন বাড়বে এবং তারা বাড়তি বেতন পাবেন।

এ ছাড়া দিনমজুরদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণাও করা হয়েছে। হিমাচল প্রদেশ রাজ্য বন উন্নয়ন নিগমের পরিচালনা পর্ষদের ২১৩ তম সভায় সভাপতিত্ব করার সময়, সুখু কর্পোরেশনের যোগ্য কর্মচারীদের পরিষেবা নিয়মিতকরণের অনুমোদন দিয়েছেন যারা দৈনিক মজুরি শ্রমিক হিসাবে চার বছর চাকরি করেছেন। এর ফলে এখন দিনমজুররা নিয়মিত কাজ করতে পারবেন।

মহার্ঘ ভাতা সহ বুধবার জারি করা একটি বিবৃতি অনুসারে, পরিচালনা পর্ষদ 2022-23 বছরের জন্য কর্পোরেশনের কর্মচারীদের বোনাস (Bonus) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে প্রায় 253 জন কর্মচারী উপকৃত হবে।

মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রাজ্য সরকার বন কর্পোরেশনকে শক্তিশালী করে এটিকে একটি স্বনির্ভর এবং লাভজনক সংস্থা হিসাবে পূর্ণ সহায়তা দেবে। তিনি বলেন, ফরেস্ট কর্পোরেশনে কর্মচারী সংকট দূর করতে ১০০ জন ভ্যান মিত্র নিয়োগ করা হবে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের ডিএ মামলা (WB DA Case) এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। মহার্ঘ ভাতার দাবিতে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীগণ দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভের পাশাপাশি বিভিন্নভাবে আন্দোলন করে সরকারকে চাপে ফেলার চেষ্টা করছেন। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সহজে কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান করতে রাজি নয়।

Show More
Back to top button