DA Protest: পুজোর পর ডিএ আন্দোলনের ঝাঁজ তীব্রতর হতে চলেছে, রাজ্যের অবস্থানে মোটেই খুশি নয় সরকারি কর্মীরা
পুজোর মধ্যেও লাগাতার আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। পুজোর পর লাগাতার বন্ধের পথে হাঁটার প্রস্তুতি শুরু হয়েছে।

DA Protest: কেন্দ্রীয় সরকার কর্মচারীদের জন্য আরও এক কিস্তি ডিএ ঘোষণা করলো। এদিকে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরো বৃদ্ধি পেল। মহার্ঘ ভাতা (DA) সম্পর্কে রাজ্য সরকারের অবস্থানে মোটেই খুশি নয় রাজ্য সরকারি কর্মচারীরা। পূজার পর আন্দোলনের ঝাঁজ আরো বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য সরকারি কর্মচারীরা।
কেন্দ্র সরকার AICPI সূচক মেনে বছরে দুইবার মহার্ঘ ভাতা (Dearness Allowance) প্রদান করে কেন্দ্র কর্মচারীদের জন্য। জানুয়ারি মাস থেকে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর চলতি সপ্তাহে পূজোর আগেই কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বেশ বড়সড় উপহার ঘোষণা করেছে কেন্দ্র সরকার। আরো ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। এর ফলে এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।
অপরদিকে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা টেনেটুনে ৬ শতাংশেই রয়ে গেল। অর্থাৎ ব্যবধান ৪০ শতাংশ। বিরোধী দলনেত্রীরা এই ব্যবধান কে মমতা ব্যবধান বলছেন। তবে সরকারের এই অবস্থানের কারণে ভীষণভাবে ক্ষুব্ধ সরকারি কর্মচারীরা। একেক জন সরকারি কর্মচারী ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা বা তার বেশি পর্যন্ত বেতন কম পাচ্ছেন কেন্দ্র সরকারি কর্মচারীদের তুলনায়। শুধু কেন্দ্র সরকারের কর্মচারীদের সঙ্গে নয় অন্যান্য রাজ্যের কর্মচারীদের সাথে তুলনা করলেও হিসাবটা একই রকম দাঁড়ায়। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতার দিক থেকে সবথেকে পিছিয়ে।
এই সমস্ত কারণে রাজ্য সরকারের কর্মচারীরা বেশ অসন্তুষ্ট। তারা বারবার AICPI সূচক মেনে মহার্ঘ ভাতার দাবিতে অবস্থান বিক্ষোভ এবং আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পুজোর মাঝেও লাগাতার আন্দোলন চালিয়ে যাবার হুশিয়ারি দিয়েছেন তারা। “পুজোর পর লাগাতার বন্ধের পথে হাঁটার প্রস্তুতি শুরু হয়েছে।” এমনটাই জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের একজন সদস্য।