DA Protest: ৯ই আগস্ট বিধানসভা অভিযান বাতিল, নতুন তারিখ জানাল সংগ্রামী যৌথ মঞ্চ
West Bengal DA Protest: শহীদ মিনারে সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান আজ রবিবার ১৮৫ দিনে পড়ল। এখনও অব্যাহত অবস্থান কর্মসূচি। এবার ঘোষণা ছিল আগামী ৯ই আগস্ট বিধানসভা অভিযান কর্মসূচি পালন করা হবে। কিন্তু বিশেষ কারণে এই দিন পরিবর্তন করা হল সংগ্রামী যৌথ মঞ্চ (SJM) এর পক্ষ থেকে।
১৮৫দিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চ শহীদ মিনারে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে। মূলত যে দাবিগুলি নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই সেগুলি হল কেন্দ্রীয় হারে এআইসিপিআই (AICPI) মেনে মহার্ঘ ভাতা (Dearness Allowance) প্রদান, সরকারি প্রতিষ্ঠানের শূন্য পদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ, যোগ্য অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ এবং প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহার।
অবস্থান কর্মসূচি ও আন্দোলনের পাশাপাশি সুপ্রিম কোর্টেও রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় লড়াই চলছে। সুপ্রিম কোর্টে এই মামলাটি আগামী নভেম্বর মাসে পরবর্তী শুনানি হওয়ার কথা।
পূর্বের ঘোষণা অনুযায়ী ৯ আগস্ট বিধানসভা ও অভিযান কর্মসূচি পালন করা হবে বলে জানা গিয়েছিল। অনেকে মনে করেছিলেন ৯ ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের ধাঁচে এই আন্দোলন কর্মসূচি পালন করা হবে। তবে অনিবার্য কারণবশত বিধানসভা অভিযানের দিন পরিবর্তন করে ১০ই আগস্ট পরবর্তী দিন স্থির করা হয়েছে। এই উদ্দেশ্যে আগামী ১০ই আগস্ট সুবোধ মল্লিক স্কোয়ারে দুপুর ১২ টায় জমায়েত হওয়ার কথা ঘোষণা করা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে।