Dearness Allowance

DA: প্রতিদিন ১৫টি করে মিছিল হচ্ছে, আর নয়, ডি এ আন্দোলন প্রসঙ্গে আর কী বললেন বিচারপতি?

স্কুলে পড়াবেন না, রাস্তায় নামবেন! শিক্ষকদের মিছিল ও ধর্নার অনুমতির প্রশ্নে কড়া সমালোচনা করল কলকাতা হাইকোর্ট।

DA: ডিএ এবং অন্যান্য দাবি নিয়ে শিক্ষকদের একটি সংগঠন মিছিল ও বিকাশ ভবনের সামনে ধর্না দিতে চেয়ে হাই কোর্টে মামলা করে। দ্রুত শুনানির আবেদন করলেও এই আবেদন খারিজ হয়ে গেল। স্কুলে পড়াবেন না, রাস্তায় নামবেন! শিক্ষকদের মিছিল ও ধর্নার অনুমতির প্রশ্নে কড়া সমালোচনা করল কলকাতা হাইকোর্ট।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। তীব্র অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, “প্রতিদিন ১৫টি করে মিছিল হচ্ছে। আর নয়। ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশকে কাঁদানে গ্যাস, জল কামান ব্যবহার করতে দিন। শিক্ষকদের স্কুলে পড়াতে হবে না, রাস্তায় নেমে পড়ুন। এই মামলাটি পুজোর আগে শুনানি সম্ভব নয়।”

আইনজীবী শুনানির জন্য অনুরোধ করলে প্রধান বিচারপতি বলেন, “চলুন সবাইকে ব্লক করে দিই। সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে না। প্রতিদিন শহরে ১৫টি করে মিছিল হচ্ছে। সংবাদমাধ্যমে দেখলাম অফিসযাত্রী, বাচ্চারা হয়রান হচ্ছে। এই অবস্থায় আমি আন্দোলনকারীদের প্রতি কোনও সহমর্মিতা দেখাতে পারব না। বাধ্য করবেন না।”

বিচারপতি আরো বলেন “আমরা সব ভুলে শুধু রাস্তায় সবাই নেমে পড়ব। অ্যাম্বুল্যান্স যেতে না পারুক, রাস্তায় লোক মরুক। তাতে আমাদের কোনও চিন্তা নেই। জিন্দাবাদ জিন্দাবাদ বলে চিৎকার করব। পুলিশকেও লাঠিচার্জ, টিয়ার গ্যাস ব্যবহার করে ভিড় নিয়ন্ত্রণ করতে দিন। কিন্তু আমি খুবই দুঃখিত স্যার। পুজোর আগে এই মামলা শুনব না।”

Join Telegram groupJoin Now
Join WhatsApp ChannelJoin Now

Related Articles

Back to top button