Dearness Allowance

DA West Bengal: “বকেয়া মহার্ঘ ভাতা দিতেই হবে রাজ্য সরকারকে”-হুঁশিয়ারি

সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রসঙ্গে সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

DA West Bengal: বিধানসভা অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন। “বকেয়া মহার্ঘ ভাতা দিতেই হবে রাজ্য সরকারকে” মঙ্গলবার এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা।

মহার্ঘ ভাতার দাবিতে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সংগঠন গুলি একদিকে যেমন ধর্ণা-আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে এই সংক্রান্ত মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। তবে সুপ্রিম কোর্টে দীর্ঘ দিন ধরে মামলাটি ঝুলে রয়েছে। এই কারণে অনেক সরকারি কর্মচারীদের অভিযোগ মহার্ঘ ভাতা কম পাওয়ার জন্য তাদের প্রতি মাসে কয়েক হাজার টাকা লোকসান হচ্ছে।

এদিন বিধানসভা অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘রাজ্যের লাখ লাখ সরকারি কর্মী ও পেনশনাররা বঞ্চিত হচ্ছেন। তাঁদের ডিএ ও ডিআর দেওয়া হচ্ছে না। তাঁদের সংসারে টানাপোড়েন চলছে। আর সরকার চুপ করে বসে আছে। এটা বরদাস্ত করা হবে না। ডিএ মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। কিন্তু রাজ্য সরকার সেই মামলা বারবার পিছিয়ে নিয়ে যাচ্ছে। এতে সরকারি কর্মীদের ক্ষতি হচ্ছে। তাঁরা দিনের পর দিন অপেক্ষা করে আছেন। আমরা বিচারাধীন বিষয়ে কথা বলতে চাই না। কিন্তু, এই সরকার বারবার বিচারাধীন বিষয়ে কথা বলে।’ 

শুভেন্দুর আরওবক্তব্য, ‘রাজ্যের সরকারি কর্মীরা সরকারের দ্বারা অবহেলা, বঞ্চনার শিকার। কেন্দ্রীয় হারে সরকারি কর্মীদের DA দিতে হবে। আর্থিক নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে সরকারি কর্মীদের। আর তা যত দ্রুত সম্ভব।’ 

শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘বিধানসভায় সরকারি কর্মীদের হয়ে কথা বলেছেন শুভেন্দু অধিকারী। সেজন্য তাঁর কাছে বিশেষ ভাবে আমরা কৃতজ্ঞ। এটা আমাদের লড়াইয়ের স্বীকৃতি। আইনসভায় বিষয়টা উঠেছে, সেজন্য বিরোধী দলনেতাকে শুভেচ্ছা। আমরা চাইব সরকার তার নিজের কর্মীদের দিকে তাকাক। তাঁদের বকেয়া মিটিয়ে দিক।’

Show More
Back to top button