Dearness Allowance: রাজ্যের সরকারি কর্মচারীরা পেলেন দীপাবলির উপহার, ডিএ বাড়ালো, দেখুন কত শতাংশ বাড়ল
একদিকে পশ্চিমবঙ্গ সরকার কর্মচারীরা দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ এবং আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে ভারতের অন্যান্য রাজ্যের কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা হচ্ছে।

Dearness Allowance: হরিয়ানা সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের দীপাবলি উপহার দিয়েছে। রাজ্য সরকার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছে। সংবাদ সম্মেলনে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর ঘোষণা করেন, রাজ্যের সাড়ে তিন লাখ সরকারি কর্মচারীর মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়ানো হচ্ছে। এখন হরিয়ানা সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ ৪২ শতাংশ থেকে বাড়িয়ে ৪৬ শতাংশ করা হয়েছে।
কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছিল সরকার। ১ জুলাই ২০২৩ থেকে নতুন এই মহার্ঘ ভাতার হার কার্যকর হয়েছে। ১ জুলাই থেকে ৪৬ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন কেন্দ্রীয় কর্মচারীরা। একই রকম ভাবে হরিয়ানা সরকারও কর্মচারীদের ৪ শতাংশ মহার্ঘ্য ভাতা দেওয়ার ফলে ৪২ শতাংশ থেকে বেড়ে মহার্ঘ ভাতার হার হল ৪৬ শতাংশ।
পশ্চিমবঙ্গ সরকার কর্মচারীরা (West Bengal Government Employees) দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ এবং আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অথচ সরকার তাদের আন্দোলনকে কোন পাত্তা দিচ্ছে না। সরকারি কর্মচারীদের দাবি AICPI সূচক মেনে রাজ্য সরকার তাদের মহার্ঘ ভাতা (DA) প্রদান করুক।
এই প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের ভূমিকা অনস্বীকার্য। মাসের পর মাস ধরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীদের একাংশ। তাদের দাবি মেনে মহার্ঘ ভাতা প্রদান করা হলে উপকৃত হবেন রাজ্যের সকল কর্মচারী এবং পেনশনভোগীরা।