News

D.El.Ed vs B.Ed: ২৪ জুলাই ডিএলএড বনাম বিএড মামলার রায়দান এর প্রবল সম্ভাবনা, কারা এগিয়ে দেখুন

TET: ডিএলএড বনাম বিএড মামলার শুনানি হবে ২৪ জুলাই, কাদের পাল্লা ভারি, জেনে নিন বিস্তারিত।

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

D.El.Ed vs B.Ed: প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় বিএড এবং ডিএলএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীদের মধ্যে বেশ জটিলতার উদ্ভব হয়েছে বিভিন্ন রাজ্যে। বিএড প্রার্থীদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ নিয়ে মোটেই খুশি নন ডিএলএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা। যেহেতু ডিএলএড প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন তাই তারা মামলা করেছেন। একই রকম অন্যান্য রাজ্যেও ডিএলএড এর সমতুল্য প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা এই মামলায় যোগদান করেছেন। এবং এই মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। ২৪ শে জুলাই এই মামলার রায়দানের সম্ভাবনা প্রবল।

প্রাথমিক শিক্ষক নিয়োগে বিএড এর অংশগ্রহণ নিয়ে করা এই মামলা মামলার সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি শুনানি হয়েছে। ২৪ জুলাই এই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারিত হয়েছে। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে (Supreme Court of India) এ গুরুত্বপূর্ণ মামলার শুনানি সংক্রান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য রাজস্থান হাইকোর্ট ডি এল এড প্রার্থীদের পক্ষেই রায়দান করেছে। অবশ্য NCTE এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বোস এবং সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে এই মামলাটির শুনানি হয়।

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগের ১৬,৫০০ জন শিক্ষকের মেধাতালিকা প্রকাশের পর এই বিতর্ক বেড়ে যায়। এই মেধা তালিকায় বেশিরভাগ বি এড প্রার্থীরাই স্থান পায়। অপরদিকে চার হাজারের বেশি ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা বঞ্চিত হন। ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীরা অভিযোগ করে, তাদের মনে হয়েছে যে তাদের সাথে অবৈধ ভাবে বিএড প্রশিক্ষিত প্রার্থীদের সুযোগ দেওয়া হয়েছে।

যেখানে প্রাথমিক শিক্ষাদানের জন্য ডিএলএড প্রশিক্ষণ আবশ্যিক হিসেবে প্রয়োজনীয়, সেখানে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রসঙ্গে বিএড প্রশিক্ষিত প্রার্থীদের সুযোগ প্রদান করা হয়েছে। এই কারণে ডিএলএড প্রশিক্ষিত প্রার্থীরা বিষয়টি মেনে নিতে পারছেন না। এর ফলে কিছু প্রার্থী আদালতে মামলা দায়ের করেন। এই মামলার দিকে কয়েক লক্ষ চাকরিপ্রার্থীর নজর রয়েছে। এই মামলার রায়ের ফলেই ভবিষ্যতে প্রাথমিক শিক্ষক নিয়োগ এর প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যেতে পারে।

তবে যেটা ধারণা করা হচ্ছে এই মামলাতে ডিএলএড প্রার্থীদের কিছুটা হলেও অগ্রাধিকার রয়েছে। তবে সঠিকভাবে বলা যাবে ২৪ তারিখ শুনানির পর যদি মামলাটির রায়দান করা হয়। এই মামলার বিস্তারিত আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান।

Show More
Back to top button