Service Rules

Earned Leave Rule Bangla – অর্জিত ছুটির নিয়ম

Earned Leave Rule Bangla, for state government employees of West Bengal as it is described in West Bengal Service Rule part I.

অর্জিত ছুটি ( Earned Leave):

  • WBSR-I এর 169, 170 এবং 176 নং রুল এ অর্জিত ছুটি সন্ধন্ধে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ আছে ।
  • এই ছুটি বছরে ২ বার অগ্রিম জমা হয় । ১লা জানুয়ারি ১৫ দিন এবং ১ লা জুলাই ১৫ দিন।
  • প্রতি এক মাস চাকরি সম্পূর্ণ করলে ২.৫ দিন অর্জিত ছুটি জমা হয়।
  • অর্জিত ছুটি ব্যক্তিগত কারণে বা চিকিত্সার প্রয়োজনে নেওয়া যায়।
  • এখন অর্জিত ছুটি ৩০০ দিন পর্যন্ত জমা করা যায়। এই ৩০০ দিনের ছুটির জন্য চাকরির মেয়াদকালের শেষে ৩০০ দিনের Leave Salary পাওয়া যাবে।
  • যদি কোনো কর্মচারীর ১ লা জানুয়ারী থেকে ৩০ জুনের মধ্যে অথবা ১ লা জুলাই  থেকে ৩১ শে ডিসেম্বর এর মধ্যে Extraordinary Leave থাকে অর্থাত বিনা বেতন ছুটি থাকে সেক্ষেত্রে প্রতি ১০ দিনের জন্য ১ দিন অর্জিত ছুটি বাদ যাবে, এবং পরের বছর ওই ছুটি বাদ দিয়ে জমা হবে। কিন্তু কখনই তা ১৫ দিনের বেশি হবে না।
  • সরকারের অনুমোদন ছাড়া একটানা ১২০ দিনের বেশি অর্জিত ছুটি মঞ্জুর করা যায়না।
  • এই ছুটি মেটারনিটি লিভ, বিনা বেতন ছুটি এবং অর্ধ বেতন ছুটির সাথে নেওয়া যায়।
  • এই ছুটিতে থাকাকালীন কর্মচারী সম্পূর্ণ বেতন পাবেন।
  • কাজ্যুয়াল লিভের সাথে এই ছুটি যোগ করে নেওয়া যায় না।

Click Here to View Other Leave Rules

WBIFMS Registration

আরো দেখুন: বাংলায় সকল ছুটির নিয়ম

2 Comments

  1. We are blood bank Technician. Blood bank 24*7 open. We get a day off in every week. But in case of holiday even in OPD off-day we do our work. Is there any prohibition to get leave by management. Is there any order of CCL? Because our DDO always demand order. I am far (>700km) from my home. It is very essential for me.

Back to top button