Service Rules

Earned Leave Rule Bangla – অর্জিত ছুটির নিয়ম

Join Telegram groupJoin Now

Earned Leave Rule Bangla, for state government employees of West Bengal as it is described in West Bengal Service Rule part I.

অর্জিত ছুটি ( Earned Leave):

  • WBSR-I এর 169, 170 এবং 176 নং রুল এ অর্জিত ছুটি সন্ধন্ধে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ আছে ।
  • এই ছুটি বছরে ২ বার অগ্রিম জমা হয় । ১লা জানুয়ারি ১৫ দিন এবং ১ লা জুলাই ১৫ দিন।
  • প্রতি এক মাস চাকরি সম্পূর্ণ করলে ২.৫ দিন অর্জিত ছুটি জমা হয়।
  • অর্জিত ছুটি ব্যক্তিগত কারণে বা চিকিত্সার প্রয়োজনে নেওয়া যায়।
  • এখন অর্জিত ছুটি ৩০০ দিন পর্যন্ত জমা করা যায়। এই ৩০০ দিনের ছুটির জন্য চাকরির মেয়াদকালের শেষে ৩০০ দিনের Leave Salary পাওয়া যাবে।
  • যদি কোনো কর্মচারীর ১ লা জানুয়ারী থেকে ৩০ জুনের মধ্যে অথবা ১ লা জুলাই  থেকে ৩১ শে ডিসেম্বর এর মধ্যে Extraordinary Leave থাকে অর্থাত বিনা বেতন ছুটি থাকে সেক্ষেত্রে প্রতি ১০ দিনের জন্য ১ দিন অর্জিত ছুটি বাদ যাবে, এবং পরের বছর ওই ছুটি বাদ দিয়ে জমা হবে। কিন্তু কখনই তা ১৫ দিনের বেশি হবে না।
  • সরকারের অনুমোদন ছাড়া একটানা ১২০ দিনের বেশি অর্জিত ছুটি মঞ্জুর করা যায়না।
  • এই ছুটি মেটারনিটি লিভ, বিনা বেতন ছুটি এবং অর্ধ বেতন ছুটির সাথে নেওয়া যায়।
  • এই ছুটিতে থাকাকালীন কর্মচারী সম্পূর্ণ বেতন পাবেন।
  • কাজ্যুয়াল লিভের সাথে এই ছুটি যোগ করে নেওয়া যায় না।

Click Here to View Other Leave Rules

WBIFMS Registration

আরো দেখুন: বাংলায় সকল ছুটির নিয়ম

2 Comments

  1. We are blood bank Technician. Blood bank 24*7 open. We get a day off in every week. But in case of holiday even in OPD off-day we do our work. Is there any prohibition to get leave by management. Is there any order of CCL? Because our DDO always demand order. I am far (>700km) from my home. It is very essential for me.

Back to top button