News

Emergency Alert: হঠাৎ বিকট শব্দে বেজে উঠলো মোবাইল, জানুন কেন হল এমনটা, আসল খবরটা কী?

আপনার মোবাইলও কি হঠাৎ ভাইব্রেশন এর সাথে বিকট শব্দে বেজে উঠেছে? জানুন সঠিক কারণ কী?

Emergency Alert: অনেকের মোবাইলেই ইদানিং একটি আপৎকালীন সাবধানতার মেসেজ আসছে। সঙ্গে বিকট শব্দে বেজে উঠছে মোবাইল। ভাইব্রেশন ও লক্ষ্য করা গেছে মোবাইলে। অনেকে এই শব্দ শুনে আতঙ্কিত হয়ে যাচ্ছেন। দেখে নিন কেন আসছে এই অ্যালার্ট? আদৌ কি আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে?

আসলে ভারত সরকারের টেলি কমিউনিকেশন দপ্তর (DoT) এবং ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (NDMA) বিভাগ যৌথ উদ্যোগে পরীক্ষামূলকভাবে আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত বার্তা পাঠানোর জন্য এই সতর্কতামূলক বার্তা পাঠাচ্ছে। পশ্চিমবঙ্গবাসীদের অনেকের মোবালেই এই বার্তা এসেছে। এই বিষয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

ভবিষ্যতে কোনও ধরনের সতর্কতামূলক বার্তা সকল ভারতীয় নাগরিকের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার উদ্দশ্যে এই পন্থা ব্যবহার করা হবে। এখন এই বার্তা কেবল পরীক্ষামূলক ভাবে পাঠানো হচ্ছে। টেলি কমিউনিকেশন দপ্তর থেকে একটি টেক্সট মেসেজ ও করা হয়েছে অনেক গ্রাহককে। যার বয়ান এই রকম: “Important Notice: You may receive a test message on your mobile about an emergency situation with a different sound and vibration. Please do not panic, this message does not indicate a true emergency. This message is being sent by Department of Telecommunications, Government of India in collaboration with National Disaster Management Authority as part of a planned trial process.”

অনেক গ্রাহক এই বার্তা একবার পেয়েছেন আবার অনেকে তার বেশি বারও পেয়েছেন। এই বার্তার সাথে যে শব্দ হচ্ছে তা কলিং বা নরমাল মেসেজ এর থেকে ভিন্ন এবং উচ্চ শব্দ সম্পন্ন। এর সাথে ভাইব্রেশন ও যুক্ত করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের আরও মেসেজ আসতে পারে বলে জানিয়েছে ভারত সরকারের টেলি কমিউনিকেশন দপ্তর।

Join Telegram groupJoin Now
Join WhatsApp ChannelJoin Now

Related Articles

Back to top button