Food SI Recruitment: দুর্নীতি এড়াতে ফুড এসআই নিয়োগে পিএসসি খুবই সতর্ক! পরীক্ষার আগে এই সিদ্ধান্ত
পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) ফুড সাব ইন্সপেক্টর পদে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও অত্যন্ত কঠোর। ফুড এসআই নিয়োগে যাতে কোনো দুর্নীতি না হয় সেজন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে পিএসসি।

Food SI Recruitment: সব জটিলতা কাটিয়ে রাজ্যে ফুড সাব ইন্সপেক্টর (Food SI) নিয়োগ শুরু হয়েছে। সেপ্টেম্বরে আবেদন প্রক্রিয়া শেষও হয়ে গেছে। খবর অনুযায়ী, শূন্যপদের সংখ্যা ৪৮০টি হলেও খাদ্য উপপরিদর্শক (Food SI) পদে প্রায় তের লাখ বাইশ হাজার আবেদন পড়েছে। ফলে চাকরিপ্রার্থীরা স্বাভাবিকভাবেই মনে করছেন এই পরীক্ষায় যথেষ্ট কঠিন প্রতিযোগিতা থাকবে। পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) ফুড সাব ইন্সপেক্টর পদে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও অত্যন্ত কঠোর। ফুড এসআই নিয়োগে যাতে কোনো দুর্নীতি না হয় সেজন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে পিএসসি।
সম্প্রতি, পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছে যে এই বছরের ফুড এসআই (Food SI Recruitment) পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা মাল্টিপল চয়েস ভিত্তিক উত্তরপত্রের একটি কার্বন কপি বাড়িতে নিয়ে যেতে পারবেন। ফলে রেজাল্ট বের হওয়ার পর তাদের মার্কস নিয়ে চিন্তা করতে হবে না। পরীক্ষা শেষ হওয়ার কয়েকদিন পর ফলাফল প্রকাশ হলে প্রার্থীরা তাদের নম্বর তুলনা করতেপারবেন । এ ছাড়া এর ফলে নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা আসবে বলে মনে করছে পাবলিক সার্ভিস কমিশন।
এটি লক্ষণীয় যে এর আগে ২০২২ প্রাইমারি TET পরীক্ষায় প্রার্থীরা উত্তরপত্রের একটি কার্বন কপি বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। এবার রাজ্যের তরফে জানানো হয়েছে, ফুড এসআই নিয়োগেও এই ব্যবস্থা রয়েছে। রাজ্য সরকার শেষবার ২০১৮ সালে ফুড সাব ইন্সপেক্টর নিযুক্ত করেছিল। এরপর পাঁচ বছর সংশ্লিষ্ট পদে কোনো নিয়োগ হয়নি। কোভিড পরিস্থিতি, আইনি সমস্যাসহ বিভিন্ন কারণে নিয়োগ জটিল হচ্ছিল।
অবশেষে এ বছর আবার চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ায় আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা। যদিও মাধ্যমিক যোগ্যতাতে আবেদন করা গেছে, তবে অনেক উচ্চ শিক্ষিত প্রার্থীরা এই পদের জন্য আবেদন করেছেন। এমন পরিস্থিতিতে এই নিয়োগে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে বলে মনে করা হচ্ছে কমিশিনের তরফ থেকে।