Higher Secondary Exam: এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা OMR শিটে, সংসদের বড় সিদ্ধান্ত
২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা OMR শিট এ নেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
Higher Secondary Exam: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বড়সড় বদল আনতে চলেছে রাজ্য। ২০২৬ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা OMR শিটে হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংসদের তরফ থেকে। শিক্ষা দপ্তরের সাথে বৈঠকে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education) এমনটাই স্থির করেছে বলে জানা যাচ্ছে।
কেন্দ্রের শিক্ষানীতিকে পুরোপুরি না মেনে রাজ্যে নিজস্ব শিক্ষা নীতি অনুমোদন করেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু গুরুতর বদল আনা হয়েছে। বিদ্যালয়ে সেমিস্টার সিস্টেম চালু করা, শিক্ষা কমিশন গঠন ইত্যাদি সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সূত্রের খবর, ২০২৬ সালে দুটো সেমিস্টারের দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। তার মধ্যে প্রথম সেমিস্টারের পরীক্ষাটি হবে OMR শিটে মাল্টিপল চয়েস কোয়েশ্চান (MCQ) টাইপের। এর ফলে পরীক্ষার প্রশ্নপত্রে বড়সড় পরিবর্তন হবে।
সর্বভারতীয় পরীক্ষার সাথে সামঞ্জস্য বজায় রাখার জন্য OMR শিটে পরীক্ষা ব্যবস্থা চালু করা হচ্ছে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) জানিয়েছে। এর ফলে সর্বভারতীয় পরীক্ষাগুলি দেওয়ার ক্ষেত্রে পরীক্ষার্থীরা অনেকটাই অভ্যস্ত হয়ে যাবে। ও এম আর শিটে পরীক্ষা হওয়ার কথা প্রকাশ হতেই শিক্ষা মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই এই নতুন সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছেন।
তবে কিভাবে OMR শিট পূরণ করে পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে তার জন্য প্রয়োজন সঠিক ট্রেনিং মডিউল। ওএমআর শিটে ভুল হলে সমস্যায় পড়বেন পরীক্ষার্থীরা। তাই সঠিক পরিকল্পনা মাফিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।