Holiday: আজ কি ছুটি ঘোষণা হয়েছে? বিভ্রান্ত হবেন না, দেখুন আসল খবর
ওনাম উপলক্ষে নাকি আজ মঙ্গলবার ছুটি ঘোষণা হয়েছে, দেখুন আসল ঘটনা।
Holiday: কিছুদিন আগে একটি বার্তা সোশ্যাল মিডিয়ায় সম্প্রচারিত হচ্ছিল যে, গণেশ চতুর্থী উপলক্ষে ২১শে আগস্ট সোমবার ছুটি ঘোষণা হয়েছে। আবার সেই মেসেজেই বলা হয়েছিল ওনাম উৎসব উপলক্ষে নাকি পশ্চিমবঙ্গে ছুটি ঘোষণা হয়েছে ২৯ আগস্ট মঙ্গলবার। আসলে কি ছুটি ঘোষণা হয়েছে? দেখুন সত্যি খবর।
দেখুন: রাখীপূর্ণিমা উপলক্ষে ছুটি নয়?, নতুন কোনো বিজ্ঞপ্তি তো প্রকাশিত হয়নি
কেরালার সবচেয়ে জনপ্রিয় উৎসব ওনাম। সেই উপলক্ষে পশ্চিমবঙ্গে ছুটি ঘোষণা করা হয়েছে। এমনই দাবি করা হচ্ছে একটি মিডিয়ায়।
সামাজিক মাধ্যম যেমন একে অপরের সাথে যোগাযোগ সহজতর করেছে, আবার ভুল খবর রটানোর জন্য এই মাধ্যম গুলির বদনাম ও আছে। সঠিক খবর সর্বদা যাচাই না করলে অনেক দুর্ভোগ পোহাতে হয়। সর্বদা বিশ্বস্ত মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করাটাই উচিত।
আসলে পশ্চিমবঙ্গে কোনো ছুটি ঘোষণা হলে, অর্থ দপ্তর অথবা বিদ্যালয়ের ক্ষেত্রে বিদ্যালয় শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয়। কিন্তু ওনাম উপলক্ষে যে ২৯ আগস্ট ছুটি, তার কোনো ঘোষণা এখনও পর্যন্ত করেনি কোনো দপ্তর। অর্থাৎ যে সংবাদটি প্রকাশিত হয়েছিল, বা সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, আসলে টা ভুল। ২৯ আগস্ট মঙ্গলবার এর পাঁচটা দিনের মতো সমস্ত অফিস, স্কুল, কলেজ ইত্যাদি খোলাই থাকছে।