Recruitment News

ICDS Anganwadi: বিপুল সংখ্যক অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের লিংক

পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক বিপুল সংখ্যক অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো।

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

ICDS Anganwadi Recruitment: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য ভালো খবর। পশ্চিমবঙ্গ সরকারের শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয় (District Programme Officer, ICDS) থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ICDS Anganwadi কর্মী এবং হেল্পার/ সহায়িকা নিয়োগের জন্য। অনলাইনে আবেদন শুরু হয়েছে ১০ আগস্ট (10/08/2023) থেকে এবং চলবে ৪ সেপ্টেম্বর (04/09/2023) পর্যন্ত।

হুগলি জেলার অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেলপার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। হুগলি জেলার সমস্ত ব্লক ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার, আইসিডিএস এর অফিস থেকে ভিন্ন ভিন্ন বিজ্ঞপ্তি একত্রে প্রকাশ করা হয়েছে। আগ্রহী মহিলা প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন ৪ সেপ্টেম্বরের মধ্যে।

মোট শূন্যপদ: ১৫০০+

যোগ্যতা: অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য ০১-০১-২০২৩ এ ১৮ থেকে ৪৫ এর মধ্যে বয়স হতে হবে। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে। তবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

বাসিন্দা: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য অন্যতম শর্তাবলী হলো সংশ্লিষ্ট প্রকল্প এলাকার বাসিন্দা হতে হবে। পোস্টিং হবে নিজের গ্রাম পঞ্চায়েত এলাকায়।

নির্বাচন প্রক্রিয়া: ৯০ নম্বরেরলিখিত পরীক্ষা এবং তার সাথে ১০ নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষায় মাতৃভাষায় ১৫০ শব্দের একটি রচনা লিখতে হবে, যার পূর্ণমান ১৫, এর সাথে থাকছে পাটিগণিত (অষ্টম শ্রেণীর মান) পূর্ণমান ২০, পুষ্টি-জনস্বাস্থ্য-মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন নিয়ে থাকবে ১৫ নম্বর। ইংরেজি ভাষা জ্ঞান সম্বন্ধে থাকবে ২০ নম্বর। এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে ২০ নম্বরের।

কিভাবে নিজের এলাকায় শূন্যপদ দেখবেন?

নিজের এলাকায় শূন্যপদ থাকলে তবেই আবেদন করবেন। আবেদন করার আগে নিজের এলাকা শুন্য পদ আছে নাকি এইভাবে যাচাই করে নিন:-

১) প্রথমে এই লিংকে ক্লিক করুন : https://hooghlyonline.in/icds_hooghly_22/application/appindex.html

২) এখানে বাম দিকের লিস্ট থেকে আপনার সাব ডিভিশন অনুযায়ী লিঙ্কে ক্লিক করুন।

৩) এরপর আপনার সাব ডিভিশন লিংক এর মধ্যে একটি পিডিএফ ফাইল থাকবে ফাইলটি দেখার জন্য View অপশনে ক্লিক করুন।

৪) এই pdf ফাইল থেকে আপনার ব্লকের পেজটি খুঁজে সেখান থেকে আপনার গ্রাম বা গ্রাম পঞ্চায়েতের নাম দেখে কত শূন্য পদ আছে বা আদৌ আছে কিনা যাচাই করে নিন।

কিভাবে অনলাইনে আবেদন করবেন?

নিচের দেওয়া লিংক এ ক্লিক করে সরাসরি অনলাইন আবেদন ফরমটি পূরণ করে ফেলতে পারেন:

অনলাইন আবেদন লিংক: https://hooghlyonline.in/icds_hooghly_22/application/online_application_forms.php

Show More
Back to top button