Income Tax Return Filing: এখনও ITR ফাইল করা হয়নি, বাড়বে কি ডেট? দেখুন
Income Tax Return Filing Last Date Extension: ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার পূর্ব নির্ধারিত শেষ দিন ৩১ জুলাই ২০২৩। এই বছর কি আদৌ শেষ দিন বাড়ানো হবে? দিন বাড়ানোর সম্ভাবনা কতটা? দেখুন বিস্তারিত।
ভারতীয় নাগরিক হিসাবে আয়ের সর্বোচ্চ সীমার উর্ধ্বে থাকা সমস্ত ব্যক্তিদের ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) ফাইল করা একটি আইনি দায়িত্ব। দেশের সব রকম উন্নয়নের জন্য আয়কর দাতাদের আয়ের উপর অনেকাংশেই নির্ভর করে সরকার। প্রত্যেক আর্থিক বছরের শেষে অর্থাৎ ৩১শে মার্চের পর থেকে পূর্ববর্তী বছরের ইনকাম টাক্স এর রিটার্ন ফাইল করতে হয়। এই রিটার্ন ফাইল আয়কর সীমার উর্ধ্বে থাকা সকল সরকারি, বেসরকারি কর্মচারী ও ব্যবসায়ী দের অবশ্যই সাবমিট করতে হয়। এখন অনলাইনে ইনকাম ট্যাক্স এর ওয়েবসইটে গিয়ে খুব সহজেই ITR ফাইল করা যায়।
ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী বর্তমান অ্যাসেসমেন্ট বছরের (অর্থাৎ AY 2023-24) এর ১৭ জুলাই ২০২৩ পর্যন্ত মোট ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল হয়েছে প্রায় ২ কোটি ৯০ লক্ষটি । এবং ই ভেরিফাই হয়েছে ১ কোটি ৩৪ লক্ষ টি। যা গত বছরের তুলনায় বেশ কিছুটা বেশি।
ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলের সময় সীমা প্রত্যেক বছর ৩১ জুলাই নির্ধারিত থাকে। তবে করোনা পরিস্থিতির কারণে গত ২০২০-২১ আর্থিক বছরে (AY 2021-22) তা ডিসেম্বর মাস পর্যন্ত বর্ধিত করা হয়েছিল। এই বছর জুলাই মাসের প্রথম দিকে আবার সার্ভার এর বেশ সমস্যা দেখা যাচ্ছিল। তবে এখন আবার পোর্টালটি সঠিক ভাবেই সক্রিয় আছে। মনে করা হচ্ছে যেহেতু গত ২০২১-২২ আর্থিক বছরের ITR Filing এর সময়সীমা নির্ধারিত ৩১ জুলাই এর থেকে বাড়ানো হয়নি, তাই এই বছরও মনে করা হচ্ছে যে, এই নির্ধারিত দিন হয়তো বাড়বে না। তাই শেষ দিন বাড়ার অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে নিন।
আরও পড়ুন: কিভাবে খুব সহজে নিজেই ইনকাম ট্যাক্স রিটার্ন করবেন
আপনি যদি ইনকাম ট্যাক্স ফাইল করতে সমস্যায় পড়েন, তাহলে আপনি একজন পেশাদারের সাহায্য নিতে পারেন। একজন পেশাদার আপনাকে আপনার ইনকাম এবং ব্যয়ের সমস্ত নথি সংগ্রহ করতে এবং আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন সঠিকভাবে ফাইল করতে সাহায্য করবেন।
ইনকাম ট্যাক্স ফাইল করার শেষ দিন পেরিয়ে গেলে গুনতে হবে বেশ চড়া মাসুল। দেরিতে ইনকাম ট্যাক্স ফাইল করলে আপনাকে প্রতিদিনের জন্য জরিমানা গুনতে হবে। দেরিতে ইনকাম ট্যাক্স পরিশোধ করলে আপনাকে সুদও গুনতেহতে পারে। এই জরিমানার পরিমাণ আপনার আয়ের উপর নির্ভর করে। তাই আমাদের পরামর্শ এই যে, যত শীঘ্র সম্ভব আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে নিন। নইলে শেষ মুহূর্তে সার্ভার এর ওপর অনেক চাপ পড়বে এবং এর কারণে আপনি হয়তো ITR ফাইল করতেই পারবেন না।
এর পরেও যদি শেষ দিন বাড়ানো হয় তবে তার সরাসরি আপডেট পেতে আমাদের সাথে টেলিগ্রাম এ যুক্ত হন।