Finance News

Income Tax: এই উপায়ে ১০ লক্ষ টাকা রোজগার করলেও দিতে হবেনা ইনকাম ট্যাক্স, নতুন নিয়ম

এখন এই পদ্ধতিতে ১০ লক্ষ টাকার বেশি ইনকাম হলেও ইনকাম ট্যাক্স শূন্য হবে। এই নিবন্ধে দেওয়া হলো উপায় এবং ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর এর এক্সেল টুল।

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

Income Tax: আর্থিক বছর ২০২২-২৩ এর জন্য আয়কর রিটার্ন করার সময়সীমা শেষ হয়েছে ৩১ শে জুলাই। এবার চলতি আর্থিক বছর অর্থাৎ ২০২৩-২৪ এর জন্য ইনকাম ট্যাক্স (Income Tax for FY 2023-24) এর পরিকল্পনা আগে থেকেই করে নেওয়া প্রয়োজন। এই নিবন্ধে আমরা সেই উপায়টা খুঁজবো যেখানে ১০ লক্ষ টাকার বেশি ইনকাম হলেও ইনকাম ট্যাক্স দিতে হবে না।

২০২৩-২৪ অর্থবর্ষে ইনকাম ট্যাক্স পরিকল্পনা করার জন্য আমরা একটি এক্সেল টুল প্রস্তুত (Income Tax Calculator Excel tool) করেছি। সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই এক্সেল টুলটি ব্যবহার করে খুব সহজেই নতুন এবং পুরানো পদ্ধতিতে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করতে পারবেন এবং উভয় পদ্ধতিতে ইনকাম ট্যাক্সের পরিমাণ তুলনা করতে পারবেন।

বিনামূল্যে ডাউনলোড করুন: ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর টুল (Excel)

চলতি আর্থিক বছরের বাজেটে দুই ধরনের ইনকাম ট্যাক্সের স্ল্যাব চালু রয়েছে। প্রথমটি পুরনো ট্যাক্স রেট এবং দ্বিতীয়টি নতুন ট্যাক্স রেট। পুরানো ট্যাক্স পদ্ধতির আওতায় ৫ লক্ষ টাকার নিচে করযোগ্য আয় (Taxable Income) হলে, কোন ট্যাক্স দিতে হবে না। অবশ্য নতুন ট্যাক্স পদ্ধতিতে ৭ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয় হলে কোন ট্যাক্স দিতে হবে না। তবে নতুন পদ্ধতিতে ৮০সি (u/s 80C) এর কোন ছাড় পাওয়া যাবে না। এমনকি হোম লোনেও (Home Loan) কোন ছাড় পাওয়া যাবে না।

১০ লক্ষ টাকার বেশি বা কাছাকাছি ইনকাম হলে যদি আয়কর পুরোপুরি ছাড় পেতে চান তবে পুরানো পদ্ধতি বেছে নিতে হবে। ধরা যাক আপনার গ্রস বেতন ১০ লক্ষ টাকা। আমরা পুরনো পদ্ধতি বেছে নিচ্ছি। বেতনভোগী হিসেবে প্রত্যেক কর্মচারী ৫০ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিটেকশন পেয়ে যাবেন। প্রফেশনাল ট্যাক্স হিসেবে ২৪০০ টাকা ছাড়া পাওয়া যাবে। হাউস বিল্ডিং লোন (House Building Loan) এর সুদ হিসাবে ২ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন (u/s 24b) ।

পুরানো ট্যাক্স পদ্ধতিতে ১.৫ লক্ষ টাকা ৮০সি সেকশনে (u/s 80C) ছাড় পেয়ে যাবেন। এরপর আপনাকে ন্যাশনাল পেনশন স্কিম (NPS) এ ৫০ হাজার টাকা জমা করতে হবে। এর ফলে এই টাকা ছাড় পেয়ে যাবেন। এছাড়াও নিজের, স্ত্রী এবং ছেলে মেয়ের জন্য মেডিক্লেম প্রিমিয়াম (Mediclaim for Self, Spouse and Children) হিসাবে ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ৬০ বছরের বেশি বয়সী বাবা-মায়ের ক্ষেত্রে মেডিক্লেম (Mediclaim for Parents) এর জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে, ১০ লক্ষ টাকা ইনকামের জন্য বাবা মায়ের ২৫ হাজার টাকা মেডিক্লেম করলেই হবে।

এই সবগুলো শর্ত মানা হলে মোট করযোগ্য আয় পাঁচ লক্ষ টাকার নিচে চলে আসবে। এর ফলে ৮৭এ সেকশনের (u/s 87A) আওতায় ছাড় দিয়ে ইনকাম ট্যাক্স শূন্য হয়ে যাবে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে ১০ লক্ষ টাকার বেশি ইনকাম হলেও আপনাকে কোন ইনকাম ট্যাক্স দিতে হবে না। নিচের উদাহরণটি লক্ষ্য করুন:-

Zero Income Tax for above 10 lakh income Calculation Sheet
Zero Income Tax for above 10 lakh income Calculation
Show More
Back to top button