মাধ্যমিক পাশে ইন্ডিয়ান কোস্ট গার্ডে কর্মী নিয়োগ, কিভাবে আবেদন করবেন দেখুন
ইন্ডিয়ান কোস্ট গার্ড এ কয়েকশো প্রার্থী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বিস্তারিত দেখুন কিভাবে আবেদন করবেন এবং কত শুন্য পদ আছে।
Indian Cost Guard Recruitment News: মাধ্যমিক পাশেই ইন্ডিয়ান কোস্ট গার্ডে দেশব্যাপী বহু সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে। এই পদের জন্য কেবলমাত্র পুরুষরাই যোগ্য। এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হলো:-
নোটিশ নং- CGEPT- 01/2024
যে পদে নিয়োগ করা হবে
১) নাবিক / Navik (General Duty)
শূন্যপদ– 260 টি শূন্যপদ রয়েছে নাবিক পদের জন্য।
যোগ্যতা– মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। কেবলমাত্র পুরুষরাই আবেদনের যোগ্য।
বয়সসীমা– এই পদের জন্য আবেদনের বয়সসীমা ২২ বছর। তবে OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে 3 এবং 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।
২) নাবিক / Navik (Domestic Branch)
শূন্যপদ– 30 টি
যোগ্যতা-আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিকে ফিজিক্স এবং ম্যাথেম্যাটিক্স নিয়ে পাশ করে থাকতে হবে। কেবলমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবেন।
বয়সসীমা– 22 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে 3 এবং 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।
৩) যান্ত্রিক / Yantrik
শূন্যপদ– 60 টি ।
যোগ্যতা– কেবলমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাশের সাথে Electrical/Mechanical/Electronics/Telecommunication এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকতে হবে।
বয়সসীমা- 22 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে 3 এবং 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। এর জন্য https://joinindiancoastguard.cdac.in এই ওয়েবসাইট এ ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এর পরে আবেদন ফি দিয়ে ফর্মটি সাবমিট করে দিতে হবে।
আবেদন ফি
GEN, OBC, EWS প্রার্থীদের 250 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু 08/09/2023 তারিখে এবং আবেদনের শেষ দিন 22/09/2023 তারিখ।