Justice Abhijit Gangopadhyay: বৃহত্তর ষড়যন্ত্র, তদন্তভার সিবিআইয়ের হাতে দিতে পারি! বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরাট পর্যবেক্ষণ
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র। তদন্ত করে দেখতে হবে। প্রয়োজনে সিবিআইকে তদন্তভার দিতে পারি।"

Justice Abhijit Gangopadhyay: যোগেশচন্দ্র ল কলেজে বড় ষড়যন্ত্র, সিবিআই-এর হাতে তদন্ত হস্তান্তর! এমনটাই জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কা এবং অধ্যাপক অচিনা কুন্ডুকে পদ থেকে সরিয়ে দিয়েছেন।
শুক্রবার এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র। তদন্ত করে দেখতে হবে। প্রয়োজনে সিবিআইকে তদন্তভার দিতে পারি।”
বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায় যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কা এবং একই কলেজের অধ্যাপক অচিনা কুণ্ডুকে সরিয়ে দেন। আদালত বলেছেন, ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) কর্তৃক নির্ধারিত যোগ্যতা তাদের নেই।
মামলাকারীর অভিযোগ, নিজের সুবিধার জন্য ওই অধ্যাপক কলেজে বেশ কয়েক জন দুষ্কৃতীকে প্রশ্রয় দিয়েছেন। কলেজটিকে অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত করেছে ওই দুষ্কৃতীরা। আবেদনকারীর দাবি, পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনো কাজ হয়নি। এই প্রেক্ষাপটে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মৌখিক নির্দেশ হল, পুলিশকে অভিযোগের তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আগামী ৯ অক্টোবরের মধ্যে অপরাধীদের আদালতে হাজির করবে পুলিশ।