Recruitment News

Justice Abhijit Gangopadhyay: টেট পরীক্ষার উত্তরপত্রের আসলের সাথে ‘ডিজিটাইজড’ কপির মিল নেই, প্রশ্ন তুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

পর্ষদের সাবমিট করা প্রাথমিক টেটের OMR শিটের 'ডিজিটাইজড' কপি প্রসঙ্গে বিরাট প্রশ্ন তুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

Justice Abhijit Gangopadhyay: আসলের সাথে মিল নেই, টেট পরীক্ষার উত্তরপত্রের ‘ডিজিটাইজড’ কপির। বিরাট প্রশ্ন তুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আসলে ‘ডিজিটাইজড’ কপি’ বলে যেটা চালানো হচ্ছে তা হলো হাতে টাইপ করা তথ্য।

প্রাথমিক টেটের ও এম আর সিটের আসল কপি আগেই নষ্ট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাই হাতে টাইপ করা তথ্য পর্ষদ কোর্টে জমা দিচ্ছে এমনটা অভিযোগ। কোনও নথির ডিজিটাইজ়ড কপি বলতে কী বোঝায়, কোর্টের জয়েন্ট রেজিস্ট্রার (তথ্যপ্রযুক্তি) কল্লোল চট্টোপাধ্যায় এর কাছে জানতে চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)।

কল্লোল জানান, প্রাথমিক ভাবে কোনও কপির ডিজিটাইজ়ড কপি বলতে বোঝায়, আসল নথি স্ক্যান করে তার প্রতিলিপি মোবাইলে বা সমাজমাধ্যমে দেখা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ও তাঁর সঙ্গে সহমত পোষণ করেন।

বিচারপতি: কী ভাবে এটা ডিজিটাইজ়ড ডেটা হতে পারে? সিবিআই এটা কী ভাবে বলছে ডিজিটাইজ়ড ডেটা? আসলের সঙ্গে কোনও মিল নেই।

সিবিআইয়ের আইনজীবী: এসবসু রায় কোম্পানি এটাকেই ডিজিটাইজ়ড ডেটা বলেছে।

বিচারপতি: আপনারা সেটা বিশ্বাস করে নিলেন কিসের ভিত্তিতে? ওই কোম্পানি যা বলছে, তা কি সব সত্য? আপনারা রক্ষা করছেন এসবসু রায় কোম্পানিকে। কেন ওই কোম্পানির কাউকে গ্রেফতার করা হয়নি?

Show More
Back to top button