LPG Subsidy: রাজ্য সরকারের বড় ঘোষণা, এই নাগরিকরা প্রতি গ্যাস সিলিন্ডারে অতিরিক্ত ২৭৫ টাকা ছাড় পাবেন

By WBPAY
LPG Subsidy Price Reduced
LPG Subsidy Price Reduced

LPG Subsidy: রাখি পূর্ণিমার আগে দেশজুড়ে কমেছে ঘরোয়া রান্নার গ্যাসের দাম। দেশবাসীর সমস্যার কথা ভেবে এই সিদ্ধান্তে পৌঁছেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, সমস্ত সিলিন্ডারে গ্যাসের দাম ২০০ টাকা কমানো হয়েছে। যেহেতু উজ্জ্বলা স্কিমের অধীনে গ্যাস সিলিন্ডারটি ইতিমধ্যে ২০০ টাকা কম দামে পাওয়া যাচ্ছিল, তাই একই সিলিন্ডার এখন মোট ৪০০ টাকা সাশ্রয়ে পাওয়া যাচ্ছে।

লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের এই সিদ্ধান্ত দেশবাসীর জন্য বড় স্বস্তি এনে দিয়েছে। এর কয়েকদিন পর গ্যাসের দাম নিয়ন্ত্রণে ফের বড় সিদ্ধান্ত নিল মোদি সরকার। দেশীয় গ্যাস সিলিন্ডার ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে সরকার। সাধারণ মানুষ থেকে শুরু করে হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীরাও স্বস্তি পেয়েছেন। তবে এবার কেন্দ্রের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সুবিধা পাবে বেসরকারি গ্যাস কোম্পানিগুলো। তাই সেপ্টেম্বরের শুরুতেই বেসরকারি এলপিজি কোম্পানিগুলোর মধ্যে খুশির জোয়ার বইছে।

কিন্তু এবার এলপিজি আরো সস্তা হল। কেন্দ্রের পর এবার রাজ্য সরকারও গ্যাসের দাম কমানোর উদ্যোগ নিয়েছে। সম্প্রতি, গোয়া রাজ্য সরকার ঘোষণা করেছে যে সেই রাজ্যের অন্ত্যোদয় অন্ন যোজনায় নথিভুক্ত পরিবারগুলিকে কম দামে এলপিজি সিলিন্ডার দেওয়া হবে। জানা গিয়েছে, রাজ্যের ১১ হাজার নাগরিককে প্রতি সিলিন্ডারে অতিরিক্ত ২৭৫ টাকা ছাড় দেবে সরকার

তার মানে, এখন থেকে, গোয়ার নাগরিকরা প্রতি সিলিন্ডারে ৪৭৫ টাকা ছাড় পাবেন, যার মধ্যে কেন্দ্র থেকে ২০০ টাকা এবং রাজ্য থেকে ২৭৫ টাকা অন্তর্ভুক্তহয়েছে। জানা গেছে, ‘মুখ্যমন্ত্রী আর্থিক সহায়তা প্রকল্প’-এর ভিত্তিতে এই অতিরিক্ত ছাড় দেওয়া হবে। এই প্রসঙ্গে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই LPG সিলিন্ডারের জন্য ২০০ টাকা ভর্তুকি ঘোষণা করেছেন। এছাড়াও, উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের কেন্দ্র ২০০ টাকা ভর্তুকিও দিচ্ছে। এছাড়াও, গোয়া সরকার অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ডধারীদের প্রতি মাসে ২০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট ঘোষণা করেছে।”

Share This Article