News

মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ১৬ জন, দেখুন ভিডিও

মহারাষ্ট্রে নির্ণীয়মান এক্সপ্রেসওয়েতে ক্রেন দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

Maharastra Accident: মহারাষ্ট্রের থানে জেলায় সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের তৃতীয় পর্যায়ের নির্মাণের সময় একটি গার্ডার মেশিন তাদের উপর পড়ে গেলে কমপক্ষে 16 জন নিহত হয়েছেন। মেশিনটি একটি বিশেষ-উদ্দেশ্যের ক্রেন যা সেতু নির্মাণে ব্যবহৃত হয়। তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে এনডিআরএফ (NDRF)। রাজ্যের মন্ত্রী দাদাজি ভুসে বলেন, ধ্বংসস্তূপের নিচে আরও লোক আটকে পড়ার আশঙ্কা রয়েছে।

Show More
Back to top button