PPF New Rule: পিপিএফ এর নিয়ম পরিবর্তন হল, আর আগের মতো থাকবে না, অবশ্যই দেখুন
আগের মত রইল না পিপিএফের সুদের নিয়ম। সময়ের আগে একাউন্ট বন্ধ করে দিলে নতুন নিয়মে সুদ গণনা করা হবে।

PPF New Rule: আপনি কি সময়সীমার আগে আপনার পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) অ্যাকাউন্ট বন্ধ করতে চান? এমতাবস্থায় কীভাবে সুদ পাওয়া যাবে, সেই নিয়মে পরিবর্তন আনা হয়েছে। গত মঙ্গলবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। বিজ্ঞপ্তিটি ব্যাখ্যা করে যে পিপিএফ অ্যাকাউন্টের সময়ের আগেই বন্ধের ক্ষেত্রে কীভাবে সুদ গণনা করা হবে। উল্লেখ্য যে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) অ্যাকাউন্টের মেয়াদ ১৫ বছর। এবং মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। তবে, নির্দিষ্ট সময়ের আগে পিপিএফ অ্যাকাউন্ট বন্ধ করার একটি সুযোগ রয়েছে।
একটি পিপিএফ অ্যাকাউন্ট যে বছরের শেষের দিকে খোলা হয়েছিল তার পাঁচ বছর না হওয়া পর্যন্ত বন্ধ করা যাবে না। কোন কোন কারণে পিপিএফ অ্যাকাউন্ট সময়ের আগেই বন্ধ করা যেতে পারে, লক্ষ্য করুন-
1) অ্যাকাউন্ট হোল্ডার, তার পত্নী, নির্ভরশীল সন্তান বা পিতামাতারা যেকোনো জীবন-হানিকর অসুস্থতার চিকিৎসার জন্য পিপিএফ অ্যাকাউন্ট অকালে বন্ধ করার জন্য আবেদন করতে পারেন। এজন্য মেডিকেল রিপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
2) অ্যাকাউন্টধারী বা তার নির্ভরশীল সন্তানদের উচ্চ শিক্ষার জন্য পিপিএফ অ্যাকাউন্ট তাড়াতাড়ি বন্ধ করা যেতে পারে। সেজন্য ভারতে বা দেশের বাইরের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র জমা দিতে হয়।
3) অ্যাকাউন্ট হোল্ডারদের ঠিকানা পরিবর্তন। এজন্য পাসপোর্ট, ভিসা বা আয়কর রিটার্নের কপি জমা দিতে হবে।
আরও দেখুন: Best Investment Plan: SIP আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে!
আগে, পিপিএফ অ্যাকাউন্ট সময়ের আগে বন্ধ হয়ে গেলে, অ্যাকাউন্ট খোলার বা অ্যাকাউন্ট বাড়ানোর সময়ের থেকে এক শতাংশের কম হারে সুদ দেওয়া হত। নতুন নিয়মে প্রতি ত্রৈমাসিকে পূর্বের সুদের হারের থেকে এক শতাংশ কম হারে সুদ দেওয়া হবে।
২০২৩-২০২৪ আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর) পিপিএফ-এ ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ন্যূনতম ব্যালেন্সের ভিত্তিতে প্রতি মাসের পঞ্চম দিন থেকে মাসের শেষ পর্যন্ত সুদ দেওয়া হয়। প্রতি বছর শেষে সুদের পরিমাণ পিপিএফ অ্যাকাউন্টে জমা হয়।