News
৩০ হাজার টাকা পাবে এই স্কলারশিপে, আবেদনের শেষ দিন বাড়ানো হল
ভারত সরকারের প্রগতি স্কলারশিপ এর আবেদন করলে পাবে ৩০,০০০ টাকা। যোগ্যতা, আবেদন পদ্ধতি, সময়সীমা জানতে দেখুন বিস্তারিত।
Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now
Scholarship: দেশের সকল শিক্ষার্থীকে সুশিক্ষার সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে ভারত সরকারের অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE) প্রগতি স্কলারশিপ (Pragati Scholarship 2023) চালু করেছে। এই স্কলারশিপ শিক্ষার্থীদের পড়াশোনার খরচ মেটাতে সাহায্য করবে।
স্কলারশিপ এর পরিমান:
এই স্কলারশিপ স্কিমে নিম্নলিখিত পরিমান আর্থিক সুবিধা প্রদান করা হবে:-
- টিউশন ফি ৩০,০০০/- টাকা অথবা প্রকৃত টিউশন ফি, যেটি কম।
- প্রতি বছর আনুষঙ্গিক চার্জ হিসাবে 10 মাসের জন্য প্রতি মাসে 2000/- টাকা।
- নিম্ন লিখিত উপকরণগুলি ক্রয়ের জন্য ৩০০০০/- টাকা পর্যন্ত পাওয়া যাবে।
- বই
- সফটওয়্যার
- উপকরণ
- ল্যাপটপ
- ডেস্কটপ
- গাড়ি
- প্রতিযোগিতামূলক পরীক্ষার আবেদনের ফর্ম পূরণ করার খরচ।
কারা কী পরিমান স্কলারশিপ পাবেন:
- যে সমস্ত পড়ুয়ারা নবম, দশম শ্রেণি এবং ITI কোর্সে পড়াশোনা করছেন তাদের এই প্রগতি স্কলারশিপের অধীনে বার্ষিক ১০,০০০ টাকা প্রদান করা হবে।
- একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত পড়ুয়াদের বার্ষিক ১৫,০০০ টাকা বৃত্তি প্রদান করা হবে।
- মেডিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং-এর ডিপ্লোমা কোর্সে পাঠরত শিক্ষার্থীরা বার্ষিক ২০,০০০ টাকা দেওয়া হবে।
- ব্যাচেলর কোর্সে পাঠরত পড়ুয়াদের বার্ষিক ৩০,০০০ টাকা স্কলারশিপ প্রদান করা হবে।
প্রগতি স্কলারশিপ এর আবেদন প্রক্রিয়া:
- এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট (https://www.aicte-pragati-saksham-gov.in/) টি ওপেন করতে হবে।
- হোম পেজ এ “Register Here” অপসন এ ক্লিক করে রেজিস্টার করে নিতে হবে।
- ফর্ম টি পূরণ করে রেজিস্টার বাটন এ ক্লিক করতে হবে।
- ইমেইল আই ডি টি কন্ফার্ম করতে হবে।
- এর পর পরবর্তী সমস্ত বিবরণ লিপিবদ্ধ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
প্রগতি স্কলারশিপে আবেদন করার জন্য নির্মলো লিখিত ডকুমেন্টসগুলোই প্রয়োজন:-
- যে যোগ্যতার জন্য আবেদন করছেন তার মার্কশিট (দশম, দ্বাদশ অথবা অন্যান্য) ।
- পারিবারিক আয়ের শংসাপত্র।
- ডিপ্লোমা/ডিগ্রি কোর্সে ভর্তির জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত অ্যাডমিশন লেটার।
- টিউশন ফি এর ডিটেলস।
- ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক।
- কাস্ট সার্টিফিকেট
- আধার কার্ড
প্রগতি স্কলারশিপ পাওয়ার যোগ্যতা:
- এই প্রকল্পটি শুধুমাত্র কন্যা সন্তানের জন্য প্রযোজ্য।
- প্রার্থীকে রাজ্য / কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীভূত ভর্তি প্রক্রিয়ার (Centralized Admission Process) মাধ্যমে সংশ্লিষ্ট বছরের যে কোনও এআইসিটিই (AICTE) অনুমোদিত প্রতিষ্ঠানে ডিগ্রি / ডিপ্লোমা কোর্সের প্রথম বর্ষে ভর্তি হতে হবে।
- প্রতি পরিবারে মাত্র দু’জন কন্যা শিশু এই প্রগতি স্কলারশিপএর যোগ্য।
- পরিবারের বার্ষিক আয় ৮ লাখ বা তার কম হতে হবে।
- যোগ্যতা পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে ।
হেল্পলাইন নম্বর:
যে কোনো প্রশ্নের জন্য নীচের প্রদত্ত নম্বর এবং ইমেইল এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন:-
নং: 29581000
ইমেইল: [email protected]
আবেদনের সময়সীমা:
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের প্রগতি স্কলারশিপের আবেদনের সময়সীমা ৩১শে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়েছে।