Primary Teacher: চাকরি যাবে না B.Ed প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের, বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার
Primary Teacher: পশ্চিমবঙ্গের বিএড প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের জন্য ভালো খবর সামনে এলো। বিএড প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের (Primary Teacher) পাশে দাঁড়ালো রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষা দপ্তর B.Ed প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের ডি এল এড প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। জানা যাচ্ছে ২০২৩-২৫ শিক্ষাবর্ষেই এই শিক্ষকদের ডি এল এড প্রশিক্ষণ দেওয়া হবে।
সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে চাকরির ক্ষেত্রে b.ed প্রশিক্ষিত প্রার্থীরা যোগ্য নয়। এই রায়ের ফলে প্রাথমিক বিদ্যালয়ে চাকরিরত বিএড প্রশিক্ষিত শিক্ষকদের ভবিষ্যৎ সম্বন্ধে সংশয় তৈরি হয়। এবার পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষা দপ্তর এই সমস্ত শিক্ষকদের ডি এল এড প্রশিক্ষণ প্রদান করলে সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও আর চাকরি যাবে না এই শিক্ষকদের।
২০২০ সালে ১৬ হাজার ৫০০ জন শিক্ষক নিয়োগের মধ্যে অধিকাংশই বি এড প্রশিক্ষিত প্রার্থীরা চাকরি পেয়েছিলেন। সুপ্রিম কোর্টের রায়ের পরে এই সমস্ত শিক্ষকরা দিশেহারা হয়ে পড়েন। সেই সময়ে নিয়ম অনুযায়ী বিএড প্রশিক্ষিত প্রার্থীরা চাকরি পেলেও এখন চাকরি থাকবে কিনা তাই নিয়ে সংশয় জন্মায়। এছাড়াও NCTE এর তৎকালীন নিয়ম অনুযায়ী চাকরি পাওয়ার ৬ মাসের মধ্যে B.ED প্রশিক্ষিত প্রার্থীদের ছয় মাসের ব্রিজ কোর্স করে নেওয়ার কথা বলা হয়েছিল। তবে এই নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষকদের ব্রিজ কোর্স করানো হয়নি। এই কথা স্বীকার করেও নিয়েছিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। তাই আরো বেশি সংশয়ের সৃষ্টি হয়েছিল।
এই পরিস্থিতিতে যে সমস্ত শিক্ষকদের ডি এল এড প্রশিক্ষণ নেই তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নিল রাজ্য। প্রতিটি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি কে চিঠি পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে d.el.ed প্রশিক্ষণ হীন প্রার্থীদের তালিকা। এই তালিকা অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গেছে।