Primary Teacher: একই পরিবারের তিন সদস্যের চাকরি বাতিল, দুই বোন ও এক ভাই শিক্ষক পদ থেকে বরখাস্ত, এলাকায় চাঞ্চল্য
প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছিলেন বলে এলাকায় বেশ শোরগোল উঠেছে। এবার চাকরি হারালেন একই পরিবারের তিন সদস্য।

Primary Teacher: কলকাতা হাইকোর্টের নির্দেশে ৯৬ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছে। এই শিক্ষকরা প্রাথমিক TET পাশ না করেই সাত বছর ধরে প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। এই তালিকায় সুতির একই পরিবারের তিন সদস্য রয়েছেন। সিবিআই রাজ্যের ৯৬ জন শিক্ষকের TET পাসের শংসাপত্রের তদন্তের দাবি করে একটি রিপোর্ট পেশ করেছিল, তাদের জাল বলে আখ্যায়িত করেছিল। অভিযোগ, তারা টেট পরীক্ষায় অংশই নেননি। কিন্তু চাকরি পেয়েছেন ।
প্রাথমিক শিক্ষা পর্ষদ এই শিক্ষকদের কাছ থেকে TET পাশ করার শংসাপত্র চেয়েছিল, কিন্তু ৯৪ জন শিক্ষক TET পাসের কোনও শংসাপত্র দেখাতে পারেননি। প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে বরখাস্ত করা হয়েছে ‘ভুয়ো’ শিক্ষকদের। চাকরি হারানো শিক্ষকদের তালিকা জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদে পাঠিয়েছে বোর্ড।
বাতিল হওয়া শিক্ষকদের তালিকায় দেখা যাচ্ছে, সূতি থানায় এলাকার তিনজন শিক্ষক ও সামশেরগঞ্জের এক শিক্ষিকা রয়েছেন। চাকরি থেকে বরখাস্ত হওয়া শিক্ষকদের তালিকায় রয়েছেন একই পরিবারের দুই বোন ও ভাই। প্রকাশিত লিস্ট অনুযায়ী টেট পাস না করেও স্কুলে শিক্ষকতা ও অবৈধভাবে নিয়োগের জন্য বরখাস্ত করা হয়েছে সূতির গোঠা প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে।
পাশাপাশি বরখাস্ত হয়েছেন ৫৭ নম্বর চন্দ্রপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও নয়াগ্রাম এলাকার শিক্ষিকা। সামশেরগঞ্জের চাঁদনিদহ প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা চাকরি খুইয়েছেন। স্থানীয় সূত্রে খবর, সূতি থানা এলাকার চাকরি বাতিল হওয়া দুই বোন ও এক ভাই টেট পাস না করেও পারিবারিকভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছিলেন।
চাকরিচ্যুত ওই শিক্ষকদের মা একসময় সুতি-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। ফলে স্বাভাবিক কারণেই এ কাজের পেছনে কোনো রাজনৈতিক যোগসূত্র থাকতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। এলাকায় গুঞ্জন শোনা যাচ্ছে ওই প্রভাবশালী ব্যক্তি অনেককে চাকরির প্রলোভন দিয়েছিলেন।