Primary TET: প্রাথমিক টেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করল পর্ষদ, অনেকেই এটা চাইছিলেন

Primary TET Edit Option: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী ১০ ডিসেম্বর ২০২৩ এবছর প্রাথমিক টেট পরীক্ষা আয়োজন করতে চলেছে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবার পর্ষদের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন সম্পাদনা করার অপশন দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।
প্রাথমিক টেট পরীক্ষার অনলাইন আবেদন পূরণ করার সময় অনেকেই ত্রুটিপূর্ণ আবেদন ফরম ফিলাপ করেছেন। এই কারণে এই সকল প্রার্থীরা চাইছিলেন যাতে তারা তাদের সাবমিট করা ফর্মটি সম্পাদনা বা এডিট করতে পারেন। এবার সেই আবেদনের সাড়া দিয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট পরীক্ষার আবেদন পত্র সম্পাদনা করার অপশন দিল।
৯ অক্টোবর, সোমবার একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে পর্ষদ জানিয়েছে প্রাথমিকের ২০২৩ অনলাইন আবেদন পত্র জমা দেওয়া প্রার্থীরা ১০ অক্টোবর বিকাল ৪ঃ০০ টা থেকে ৮ অক্টোবর মধ্যরাত পর্যন্ত নিজেদের অনলাইন এপ্লিকেশন এডিট করতে পারবেন। যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তবে তা সংশোধন করে নতুন করে আবেদন পত্র সাবমিট করতে পারবেন।
