Recruitment News

Primary TET: সুপ্রিম কোর্টে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত! শিক্ষক নিয়োগ কবে হবে? কী জানালো পর্ষদ

প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ পর্ব শেষ হয়েছে । কবে নিয়োগ হবে। কী জানাচ্ছে পর্ষদ ।

Primary TET: ২০১৭ সালে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। আর টেট পরীক্ষা হয়েছিল ২০২১ সালে। তবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এই সকল টেট উত্তীর্ণ প্রার্থীদের ও তার আগের ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে চলতি বছরের জুলাইয়ে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়। কিন্তু আইনি জটিলতার কারণে এখনো নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি। এই বিষয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) কী জানাচ্ছে দেখুন।

টেট পরীক্ষার ফলাফল ঘোষণার পরে অবিলম্বে নিয়োগের দাবিতে ক্রমাগত আন্দোলনের পরে ইন্টারভিউ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। সেই ইন্টারভিউও শেষ হয়েছে চলতি বছরের জুলাইয়ে। মেধা তালিকা এখনো প্রকাশ করা হয়নি। আর এর পাশাপাশি বাড়ছে অসন্তোষও।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আইনের ফাঁদে আটকে আছে। মামলার নিষ্পত্তি হলেই শিক্ষক নিয়োগ করা হবে। প্রাথমিক শিক্ষিক নিয়োগ মামলাটি সুপ্রিম কোর্টে গিয়ে পৌছছে। নিয়োগের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

কিন্তু কেন এমন হল? জানা গেছে যে প্রাথমিক শিক্ষা বোর্ডের ২০১৬ এর গেজেট অনুসারে শুধুমাত্র ‘ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন’ (D.El.Ed) প্রশিক্ষণপ্রাপ্তরাই প্রাথমিক TET-এর নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের যোগ্য। কিন্তু দেখা গেছে যে ২০১৪ TET-তে অনেক প্রার্থী D.El.Ed-এ প্রশিক্ষিত ছিলেন না। তারা ২০২০-২০২২ শিক্ষাবর্ষে D.El.Ed প্রশিক্ষণ নেওয়া শুরু করেছিলেন কিন্তু রেজাল্ট পায়নি। ফলস্বরূপ, কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ২০১৪-এর টেট প্রার্থীদের যারা তাদের D.El.Ed প্রশিক্ষণ শেষ করেনি তাদের ২০১৭ সালে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে বাধা দেয়।

কলকাতা হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে চাকরিপ্রার্থীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তারা বলেন, প্রাথমিক শিক্ষা বোর্ড ফল প্রকাশে বিলম্ব করেছে। ফলে তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেনি। তাই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। এমন পরিস্থিতিতে, বোর্ড বলছে যে ২০১৭ টেট মামলার নিষ্পত্তি হলেই নিয়োগ প্রক্রিয়া আবার শুরু হবে।

Join Telegram groupJoin Now
Join WhatsApp ChannelJoin Now

Related Articles

Back to top button