Primary TET: কেবল DElEd দের নিয়ে ডিসেম্বরেই প্রাইমারি টেট পরীক্ষা, প্রস্তুত হচ্ছে পর্ষদ, এমাসেই বিজ্ঞপ্তি প্রকাশ
গত বছর ডিসেম্বরের মতো এ বছর ডিসেম্বরে প্রাইমারি টেট পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কেবল d.el.ed প্রশিক্ষিত প্রার্থীদের নিয়ে এবারের পরীক্ষা আয়োজিত হতে চলেছে।
Primary TET: চলতি বছরের ডিসেম্বরেই হতে চলেছে প্রাইমারি টেট পরীক্ষা। প্রাইমারি টেট পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পর্ষদ। সেপ্টেম্বরেই বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে জানা যাচ্ছে। তবে এবারের টেট পরীক্ষার জন্য শুধুমাত্র ডি এল এড (D.El.Ed) প্রশিক্ষিত প্রার্থীরাই যোগ্য বলে বিবেচিত হবে।
গত বছর ১১ই ডিসেম্বর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) প্রাইমারি টেট পরীক্ষা নিয়েছিল। তার পর থেকে এখনও পর্যন্ত পর্ষদের পক্ষ থেকে পরবর্তী টেট পরীক্ষার দিন ঘোষণা করা হয়নি। NCTE এর নিয়ম অনুযায়ী বছরে দুইবার CTET পরীক্ষা হলেও পশ্চিমবঙ্গে বছরে একটি করে পরীক্ষাও নেওয়া সম্ভব হয় না।
তবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এর বক্তব্য অনুযায়ী প্রতিবছর একটি করে টেট পরীক্ষা নেওয়া হবে এবং দুইবার করে নিয়োগ করা হবে। বক্তব্য অনুযায়ী গত বছর ১১ ডিসেম্বর ২০২২ প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হয়েছিল। যেখানে দেড় লক্ষের বেশি পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন।
ঘোষণা অনুযায়ী ২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মেধা তালিকা প্রকাশের পথে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে সমস্ত প্রক্রিয়াটি সুপ্রিম কোর্টের (Supreme Court) স্থগিতাদেশের কারণে এখন স্তব্ধ হয়ে আছে। স্থগিতাদেশ উঠলেই নিয়োগ করা হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি।
সূত্রের খবর, এই বছরের মধ্যে আবার প্রাইমারি টেট নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানা গেছে ডিসেম্বরের মধ্যেই প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হবে। ডিসেম্বরের ১০ এবং ১৭ তারিখের মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। এজন্য চলতি মাসেই বিজ্ঞপ্তি (WB Primary TET Notification) প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে।
তবে সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে এবারের প্রাইমারি টেট পরীক্ষায় B.Ed প্রশিক্ষিত প্রার্থীরা আর যোগ্য হিসেবে গণ্য হবে না। কেবলমাত্র ডি এল এড প্রশিক্ষিত প্রার্থীরাই প্রাইমারি টেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।