Recruitment News

Primary TET: ওএমআর শিট কারচুপি মামলায় রক্ষাকবচ দিলনা সুপ্রিম কোর্ট, পর্ষদ সভাপতি গৌতম পাল কি গ্রেফতার হতে পারেন?

প্রাথমিকের ও এম আর মামলায় পর্ষদ সভাপতি গৌতম পাল কে রক্ষাকবচ দিল না সুপ্রিম কোর্ট।

Primary TET: সুপ্রিম করতে বিরাট ধাক্কা খেল রাজ্য। প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল ও উপসচিব পার্থ কর্মকারকে রক্ষা কবচ দেয়নি সুপ্রিম কোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইকে প্রাথমিক নিয়োগ দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় গৌতম পাল ও পার্থ কর্মকারকে জেরা করার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে বিচারক তাকে আটক করে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

সেই আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল। বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বেলা এম ত্রিবেদী সোমবার তাদের আবেদন খারিজ করে দিলেন। সুপ্রিম কোর্টে বলেছে, তদন্তে সব ধরনের সহযোগিতা করলে গ্রেফতারের ভয় কেন? প্রয়োজনে আগামী শুক্রবার শুনানি শেষে নিরাপত্তা দেওয়া হবে।

২০১৪ সালে, ‘এস বসু রায় অ্যান্ড কোম্পানি’ নামে একটি সংস্থাকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র (OMR Sheet) পর্যালোচনা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। ২২শে সেপ্টেম্বর সিবিআই ওই সংস্থার প্রধান কৌশিক মাজিকে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করে। এরপর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে TET পরীক্ষা সংক্রান্ত রিপোর্ট পেশ করা হয়।

মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামীম বলেন, ওএমআর শিটের ‘ডিজিটাইজড ডাটা’ তে অনেক ভুল রয়েছে। ওএমআর শিটের তথ্য মোটেও নির্ভরযোগ্য নয়। কারণ ওএমআর শিটের ডিজিটাইজড ডেটা মানে ওএমআর শিটের স্ক্যান করা কপি। কিন্তু এ ক্ষেত্রে বোর্ড আদালতে যা উপস্থাপন করেছে তা টাইপ করা তথ্য। আর সেই তথ্যে প্রশ্ন-উত্তরের অনেক বিকল্পও ভুল। এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সোমবার পর্ষদ সভাপতির আবেদনে সাড়া দেননি সুপ্রিম কোর্টের বিচারপতিগণ। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, যদি তদন্তে সব রকম সহযোগিতা করা হয়, তা হলে গ্রেফতারের আশঙ্কা কেন? প্রয়োজন হলে আগামী শুক্রবার শুনানির পর রক্ষাকবচ দেওয়া হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার। এই প্রসঙ্গে একটা বিষয় লক্ষ্য করার যে, পর্ষদ সভাপতি যদি তদন্তে অসহযোগিতা করেন তবে সিবিআই তাকে গ্রেফতার করতে পারে।

Join Telegram groupJoin Now
Join WhatsApp ChannelJoin Now

Related Articles

Back to top button