RBI New Rule: রিজার্ভ ব্যাংকের নতুন নিয়ম, টাকা না থাকলেও Phone Pe, Google Pay দিয়ে পেমেন্ট করতে পারবেন, দেখুন কীভাবে করবেন
এখন ভারতে অনলাইন পেমেন্টের হার অনেকটাই বেড়েছে। ভারত সরকার অনলাইন পেমেন্টের সুবিধা বাড়ানোর জন্য নতুন এক ব্যবস্থা নিয়ে এলো।

RBI New Rule: পেট্রোল পাম্প থেকে শুরু করে অটো ভাড়া, ফুচকার স্টল সবকিছুতেই অনলাইন পেমেন্টের হার দিন দিন বাড়ছে। ভারতে অনলাইন পেমেন্টের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এখন UPI পেমেন্ট সিস্টেম। NPCI মোবাইল ফোনের মাধ্যমে সহজে অনলাইন পেমেন্ট করার জন্য এই প্রযুক্তির উদ্ভাবন করেছে। এবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইউ পি আই পেমেন্টের কিছু নিয়ম পরিবর্তন করল। এখন টাকা না থাকলেও ইউ পি আই পেমেন্ট করা যাবে। পরে সেই টাকা শোধ করে দিতে হবে।
ব্যাংক একাউন্টে টাকা না থাকলেও পেমেন্ট করতে হলে শুধু ইউপিআই লিঙ্ক থাকা ব্যাঙ্কের আগাম অনুমোদিত ক্রেডিট লাইন থাকা দরকার। এই সুবিধা ইতিমধ্যেই HDFC এবং ICICI ব্যাংক তাদের গ্রাহকদের জন্য চালু করে দিয়েছে। অন্যান্য ব্যাংক ও এই ব্যবস্থা খুব শীঘ্রই চালু করবে। এর ফলে সেভিংস একাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকলেও ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করা যাবে। এবং সেই টাকা পরে শোধ করে দিতে হবে।
গত মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে কোন ব্যাংকের গ্রাহকের যদি আগাম অনুমোদিত ক্রেডিট লাইন থাকে, তবে তিনি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ক্রেডিট হিসাবে নিয়ে পেমেন্ট করতে পারবেন।
এই সুবিধা সকলের জন্য শুরু হয়ে গেলে উপকৃত হবেন গ্রাহকরা। অনেক সময় একাউন্টে ব্যালেন্স না থাকার কারণে পেমেন্ট করতে গিয়ে অসুবিধা মধ্যে পড়েন গ্রাহকরা। এই সুবিধা চালু হলে আর সেইরকম সমস্যার সৃষ্টি হবে না। এই ব্যবস্থা সব ব্যাংকে চালু হলে আপনি ইউ পি আই অ্যাপস গুলির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ Phone Pe, Google Pay, PayTM ইত্যাদি ইউপিআই অ্যাপসগুলির মাধ্যমে এই পেমেন্ট সুবিধা পাওয়া যাবে।
এই অতিরিক্ত টাকা পেমেন্ট করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে তা শোধ করে দিলে গ্রাহককে কোন সুদ দিতে হবে না। তবে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে গ্রাহককে অতিরিক্ত ফি জমা করতে হতে পারে।