Recruitment News

Recruitment News: মাধ্যমিক পাস যোগ্যতায় ৬৫০ পদে নিয়োগ, বেতন ৩২ হাজার, এখনই আবেদন করুন অনলাইনে

মাধ্যমিক পাশ যোগ্যতায় ৬৭৭ টি শূন্যপদে নিয়োগ করছে ইন্টেলিজেন্স ব্যুরো। দেখুন বিস্তারিত তথ্য।

Recruitment News 2023: সকল চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ইন্টেলিজেন্স ব্যুরো (IB) এর পক্ষ থেকে ভারতের বিভিন্ন শহরে ৬৫০ এর বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হতে চলেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো ইন্টেলিজেন্স ব্যুরো এর তরফ থেকে। যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল। তবে আবেদন করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে তবে আবেদন করবেন। অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক নিচে দেওয়া হল।

এক নজরে IB Recruitment News 2023:

নিয়োগ সংস্থাইন্টেলিজেন্স ব্যুরো (IB), স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MINISTRY OF HOME AFFAIRS)
পদের নামনিরাপত্তা সহকারী/মোটর ট্রান্সপোর্ট (SA/MT) এবং মাল্টি টাস্কিং স্টাফ
শূন্যপদ৬৭৭ টি
আবেদনের মাধ্যমঅনলাইনে
আবেদনের শেষ দিন১৩/১১/২০২৩

১) নিরাপত্তা সহকারী/মোটর ট্রান্সপোর্ট (SA/MT) নিয়োগ

মাসিক বেতন: এই পদের আবেদন করে চাকরি পেলে আপনি ৪৭০০০ টাকা বা তার বেশি বেতন পাবেন।

বয়সসীমা: এই পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স ২৭ বছরের কম হতে হবে। উচ্চ বয়সসীমা SC/ST-এর জন্য 5 বছর এবং OBC প্রার্থীদের জন্য 3 বছর শিথিলযোগ্য।

শিক্ষাগত যোগ্যতা: এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে গাড়ির ড্রাইভিং লাইসেন্স (LMV) থাকতে হবে, মোটর মেকানিজম এর জ্ঞান থাকা বাধ্যতামূলক।

নিয়োগ পদ্ধতি: ২ টি পর্যায়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। Tier-I and Tier-II

আবেদন মূল্য: এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে ৫০০ টাকা পেমেন্ট করতে হবে।

২) মাল্টি টাস্কিং স্টাফ:

মাসিক বেতন: এই পদের আবেদন করে চাকরি পেলে আপনি ৩২০০০ টাকা বা তার বেশি বেতন পাবেন।

বয়সসীমা: এই পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। উচ্চ বয়সসীমা SC/ST-এর জন্য 5 বছর এবং OBC প্রার্থীদের জন্য 3 বছর শিথিলযোগ্য।

শিক্ষাগত যোগ্যতা: এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে।

নিয়োগ পদ্ধতি: ২ টি পর্যায়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। Tier-I and Tier-II

আবেদন মূল্য: এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে ৫০০ টাকা পেমেন্ট করতে হবে।

গুরুত্বপূর্ন তারিখ:

বিজ্ঞপ্তি প্রকাশ১৪/১০/২০২৩
আবেদন শুরু১৪/১০/২০২৩
আবেদন শেষ১৩/১১/২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক:

অফিশিয়াল ওয়েবসাইটhttp://www.mha.gov.in/
অফিশিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
আবেদনের লিঙ্কApply Now

দেখুন: WBPSC Clerkship বিজ্ঞপ্তি প্রকাশিত হল

Join Telegram groupJoin Now
Join WhatsApp ChannelJoin Now

Related Articles

Back to top button