Recruitment News

Recruitment Scam: দুর্নীতির মাথারাই মুক্ত! বাকিদের কবে গ্রেফতার করা হবে? SSC মামলায় সুপ্রিমকোর্টের প্রশ্ন

সুপ্রিমকোর্টের প্রশ্ন, বড় মাথাদের কি ধরেছেন? মধ্যস্থতার ভূমিকায় থাকা ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আর যার জন্য টাকা নিয়েছেন তাকেও গ্রেফতার করেননি।

Recruitment Scam: নিয়োগ দুর্নীতির দায়ে অভিযুক্ত মধ্যস্বত্বভোগী প্রসন্ন রায় জামিন পেয়েছেন। আর সেই জামিন মঞ্জুর করার সময় সুপ্রিম কোর্ট সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করলেন যে কবে বড় মাথাদের গ্রেফতার করা হবে?

সূত্রের খবর, সে সময় সিবিআইয়ের আইনজীবী বলেছিলেন, অনেক সরকারি আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। কিন্তু রাজ্য সরকারের অনুমতি না থাকায় তদন্ত আর এগোনো যাচ্ছে না। এরপর আদালত বলেন, অনুমতির জন্য কতক্ষণ অপেক্ষা করতে হবে? ততদিন কি প্রসন্ন বন্দি থাকবেন? এরপর প্রসন্ন রায়কে জামিন দেয় সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্ট সেই সঙ্গে বড় প্রশ্ন তুলেছে। বড় মাথাদের কি ধরেছেন? মধ্যস্থতার ভূমিকায় থাকা ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আর যার জন্য টাকা নিয়েছেন তাকেও গ্রেফতার করেননি। যদিও সূত্রের খবর, সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন, এটি একটি বড় দুর্নীতি।

সুপ্রিম কোর্ট সিবিআইকে জিজ্ঞাসা করেছিল যে তাদের রেকর্ডে থাকা ১৭ অভিযুক্তের মধ্যে এখনও পর্যন্ত মাত্র ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে? বাকিরা মুক্ত কেন? প্রভাবশালীদের গ্রেফতার করা হচ্ছে না কেন? প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্ট।

এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হন প্রসন্ন রায়। তিনি মধ্যস্থতার ভূমিকায় কাজ করতেন। আর শাসক দলের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে, বিজেপি নেতা দিলীপ ঘোষের নথিও পাওয়া গিয়েছে তাদের কাছ থেকে। কেন দিলীপকে জেরা করবেন না? এই প্রথম কোনো বড় আসামি জামিন পেলেন।

এই মামলায় পার্থ চ্যাটার্জি, অর্পিতা মুখোপাধ্যায় এবং এসএসসি অফিসের তৎকালীন কর্মকর্তারা এখনও কারাগারে। কিন্তু এবার কি তারা এক এক করে জামিন পাবে? প্রসন্ন রাইয়ের জামিনের পর বিষয়টি আবারও সামনে আসতে শুরু করেছে। তবে পুরো বিষয়টি আইনের বিষয়। এটা অনুমান করা সম্ভব নয়। তবে সুপ্রিম কোর্টের প্রশ্নে নতুন আশার সঞ্চার হয়েছে অনেকের মনে। হয়তো দুর্নীতির তদন্তে আরো কঠোর হবে সিবিআই।

কারণ এসএসসি দুর্নীতি মামলায় রাঘব বোয়ালদের কবে গ্রেফতার করা হবে তা নিয়ে বারবার প্রশ্ন তুলছে বিরোধীরা। এ বার সেই প্রশ্ন তুলেছে খোদ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট সিবিআইকে জিজ্ঞাসা করেছিল যে তাদের রেকর্ডে থাকা ১৭ জন অভিযুক্তের মধ্যে এখনও পর্যন্ত মাত্র ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে? বাকিরা মুক্ত কেন? প্রভাবশালীদের গ্রেফতার করা হচ্ছে না কেন?

Join Telegram groupJoin Now
Join WhatsApp ChannelJoin Now

Related Articles

Back to top button